নবম শ্রেণির ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

০৫ নভেম্বর ২০২৫, ০২:৫৩ PM
ঢাকা মহানগর পুলিশ লোগো

ঢাকা মহানগর পুলিশ লোগো © টিডিসি সম্পাদিত

চলতি বছরের এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির সমাপনী পরীক্ষা আগামী ৬ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। এ পরীক্ষা উপলক্ষে ঢাকার কেন্দ্রগুলোতে পরীক্ষার্থী ছাড়া ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ বুধবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণি সমাপনী পরীক্ষা আগামী ৬ নভেম্বর ২০২৫ হতে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। যেহেতু পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু আমি নিম্নস্বাক্ষরকারী ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ (দুইশত) গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করছি।

আরও জানানো হয়, এই আদেশ আগামী ৬ নভেম্বর ২০২৫ হতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত বলবৎ থাকবে।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ঢাকায় নাকি বিভাগীয় শহরে, কী বলছে অধিদপ্তর

এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের স্বাক্ষরিত সময়সূচির মাধ্যমে জানা গেছে, ৬ নভেম্বর বাংলা প্রথম পত্র, ৯ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ১১ নভেম্বর গণিত প্রথম পত্র, ১৩ নভেম্বর পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং ১৬ নভেম্বর রসায়ন প্রথম পত্র অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি, ১৮ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রথম পত্র এবং ২০ নভেম্বর ধর্ম শিক্ষা ও নৈতিক শিক্ষা, হাদিস শরীফ ও ফিকহ, কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভোকেশনাল ট্রেড বিষয়ের পরীক্ষা শুরু হবে ২৩ নভেম্বর (রোববার) এবং চলবে ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত। এসময় বিভিন্ন ট্রেড যেমন– কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স, বিল্ডিং মেইনটেন্যান্স, ফুড প্রসেসিং, সিভিল কনস্ট্রাকশন, মেকানিক্যাল ড্রাফটিং, ড্রেস মেকিং, ফার্ম মেশিনারি, ফিশ কালচার, পোল্ট্রি রিয়ারিং, আইটি সাপোর্ট ও আইওটি বেসিকসসহ নানা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ৩০ নভেম্বর, যা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। বাস্তব প্রশিক্ষণ চলবে ৮ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। অনলাইনে ব্যবহারিক নম্বর পাঠানোর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ জানুয়ারি ২০২৬।

বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, প্রশ্নপত্রে উল্লিখিত সময় ও নম্বর অনুযায়ী পরীক্ষা নিতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষার অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। কেন্দ্র সচিব ব্যতীত কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এ ছাড়া ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

জামায়াতসহ ১১ দলের জরুরি বৈঠকে অংশ নেয়নি ইসলামী আন্দোলন
  • ১৫ জানুয়ারি ২০২৬
মনোনয়ন ফিরে পেলেন আরও সাত প্রার্থী
  • ১৫ জানুয়ারি ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন শেষ ২০ জান…
  • ১৫ জানুয়ারি ২০২৬
সংবাদ সম্মেলনে ডাক ক্রিকেটারদের
  • ১৫ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত হচ্ছেন কারিগরির ৬৪০ শিক্ষক
  • ১৫ জানুয়ারি ২০২৬
এবার পাবনায় তিনটি কুকুরকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9