যৌথ অভিযানে ছয় লাখ টাকার জাল ও ইলিশ জব্দ

কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ
কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ  © টিডিসি ফটো

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অবৈধভাবে ইলিশ ধরার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন নদী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ছয় লাখ টাকা। এছাড়া ২০ কেজি ইলিশ মাছও জব্দ করা হয়।

জব্দকৃত জালগুলো নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো স্থানীয় হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান এবং কোস্টগার্ডের পেটি অফিসার হাফিজুল ইসলাম।

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, জেলেদের আর্থিক অসুবিধা দূর করতে সরকার থেকে বিএজেএফ সহায়তা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নে সহায়তা বিতরণ সম্পন্ন হয়েছে। আশা করি, জেলেরা মা ইলিশ সংরক্ষণে আমাদের সহযোগিতা করবেন এবং অবৈধভাবে মাছ ধরা থেকে বিরত থাকবেন। আমাদের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ