৭ দিনের মধ্যে ওসি অপসারণ না হলে বেনাপোল অচল করে দেওয়ার হুঁশিয়ারি সাংবাদিকদের

৭ দিনের মধ্যে ওসি অপসারণের হুঁশিয়ারি সাংবাদিকদের

৭ দিনের মধ্যে ওসি অপসারণের হুঁশিয়ারি সাংবাদিকদের © টিডিসি ফটো

যশোরের শার্শা উপজেলা প্রতিনিধি ও দৈনিক লোকসমাজ পত্রিকার সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে বেনাপোলে মানববন্ধন, প্রতিবাদ ও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেছেন যশোর ও শার্শা উপজেলার সাংবাদিকরা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বেনাপোল কাস্টমস হাউসের সামনে এই কর্মসূচিতে শতাধিক সাংবাদিক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমকে দায়ী করে বলেন, ‘একজন সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা শুধু দুঃখজনক নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ঘটনায় প্রশাসনের একটি মহলের মদদ রয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘শার্শা থানার ওসি আব্দুল আলিমকে আগামী ৭ দিনের মধ্যে অপসারণ করতে হবে। অন্যথায় বেনাপোলকে অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।” তারা বলেন, “একজন সাংবাদিকের ওপর অন্যায় মানেই পুরো সাংবাদিক সমাজের ওপর আঘাত। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।’

মানববন্ধনে বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহাসিন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আনোয়ারুল কবির নান্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহম্মেদ এবং সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম।

বক্তব্যে আনোয়ারুল কবির নান্টু বলেন, ‘একজন সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে মামলা প্রত্যাহার ও মনি’র মুক্তি দাবি করছি।’

এ সময় শার্শা প্রেসক্লাব, বেনাপোল প্রেসক্লাব, বন্দর প্রেসক্লাব, সীমান্ত প্রেসক্লাব, বাগআঁচড়া প্রেসক্লাব, ঝিকরগাছা প্রেসক্লাব, বাঁকড়া প্রেসক্লাবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর শার্শায় এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ তুলে সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র বিরুদ্ধে তার পরিবারকে দিয়ে একটি কুচক্রী মহল মিথ্যা মামলা করায়। তদন্ত ছাড়াই পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ শুরু থেকেই তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9