শর্ত পূরণে ব্যর্থ চাঁদপুর সিটি কলেজ, স্বীকৃতি ও স্থায়ী এনওসি বাতিল—এমপিওভুক্তি বন্ধ
- মহসিন হোসাইন, চাঁদপুর প্রতিনিধি
- প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৭:৪৭ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:০৭ AM
শর্ত পূরণ না করায় চাঁদপুর সিটি কলেজের অ্যাকাডেমিক স্বীকৃতি ও স্থায়ী এনওসি প্রদান বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কুমিল্লা শিক্ষা বোর্ড। একইসাথে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটির কোনো নতুন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তির সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে।
শিক্ষা বোর্ডের উপপরিচালক মো. নুরুল আলম স্বাক্ষরিত (৪ আগস্ট ২০২৫) তারিখে জারি করা চিঠিতে জানানো হয়, চাঁদপুর সিটি কলেজের আবেদনের সাথে মিলন মেমোরিয়াল কলেজ (শাখা-২)-এর নথি সংযুক্ত রয়েছে, যার কোনো একাডেমিক ভবন নেই এবং ভাড়া করা ভবনে শিক্ষা কার্যক্রম চলছে। এমপিও নীতিমালার ৭.২.৩.১ অনুচ্ছেদ অনুযায়ী এটি স্বীকৃতি পাওয়ার যোগ্য নয়।
এর আগে, ২০১৫ সালের কলেজ পরিদর্শন প্রতিবেদন ও ২০২৩ সালের বোর্ডের নির্দেশনায় মিলন মেমোরিয়াল কলেজের বিশেষ এনওসি প্রত্যাহার করা হয়েছিল। তবুও চাঁদপুর সিটি কলেজের স্বীকৃতি ও এনওসি প্রদানের আবেদনপত্রে ওই কলেজের নথি ব্যবহারের কারণে আবেদন বাতিল করা হয়েছে।
শিক্ষা বোর্ডের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে চাঁদপুর সিটি কলেজে মোট ৫২ জন শিক্ষক ও ১৩ জন কর্মচারী রয়েছেন। এর মধ্যে ২১ জন শিক্ষক ও ৭ জন কর্মচারী এমপিওভুক্ত, বাকিরা এমপিওভুক্ত নন। কিন্তু অ্যাকাডেমিক স্বীকৃতি ও স্থায়ী এনওসি না থাকায় অবশিষ্টদের এমপিওভুক্তি সম্ভব নয়।
এমপিও নীতিমালা-২০২১ (সংশোধিত-২০২২)-এর ধারা ১১.০ অনুযায়ী, শুধুমাত্র শর্ত পূরণকারী ও শূন্যপদ থাকা শিক্ষা প্রতিষ্ঠানই এমপিওভুক্তির জন্য যোগ্য হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
উপরোক্ত চিঠির কপি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, চাঁদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।