টঙ্গীতে রাত সাড়ে ১১টার মধ্যে দোকান বন্ধের উদ্যোগ পুলিশের
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৮ PM
গাজীপুরের টঙ্গীতে মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে রাত সাড়ে ১১টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার উদ্যোগ নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।
পুলিশ জানায়, টঙ্গী শিল্পাঞ্চলের অলিগলি ও সড়কের পাশের চায়ের দোকানগুলো রাত গভীর পর্যন্ত খোলা থাকে। সেখানে সাধারণ মানুষের সঙ্গে মিশে যায় অপরাধীরা। আড্ডার ফাঁকে মাদক কারবার, ছিনতাই কিংবা অন্যান্য অপরাধ সংঘটিত করে তারা হঠাৎ অদৃশ্য হয়ে যায়।
গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে, ফ্লাইওভারের নিচে ও ওপরসহ বিভিন্ন এলাকায় চায়ের দোকান ঘিরে অপরাধপ্রবণতা বাড়ছে। রাত সাড়ে ১১টার পর দোকানপাট বন্ধ হলে রাস্তাঘাট ফাঁকা থাকবে। এ সময়ে কোনো অপরাধ ঘটলে সহজেই নজরে আসবে এবং ভিড়ের আড়ালে অপরাধীরা পালাতে পারবে না।
ওসি ওয়াহিদুজ্জামান বলেন, ঘনবসতিপূর্ণ ও বস্তি এলাকা হওয়ায় টঙ্গীতে অপরাধীরা নানা কৌশলে অপরাধের চেষ্টা চালায়। তাই অপরাধ নিয়ন্ত্রণে রাত সাড়ে ১১টার পর দোকানপাট বন্ধ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবেই চালু থাকবে।
পুলিশের ধারণা, দোকানপাট বন্ধের পাশাপাশি রাতে নিয়মিত টহল জোরদার, সিসি ক্যামেরার কার্যকারিতা বৃদ্ধি এবং পর্যবেক্ষণ বাড়ালে টঙ্গীতে অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।