আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার, মিষ্টি বিতরণ

গ্রেপ্তার রুমান মিয়া
গ্রেপ্তার রুমান মিয়া  © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় ধরমন্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দৌলতপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে রুমান মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ধরমন্ডল বাজার থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্ট মাসে নাসিরনগরে সংঘটিত সহিংস ঘটনায় বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগে থানায় গত বছরের ২ সেপ্টেম্বর মামলা করা হয়। ওই মামলার ৬৬ নম্বর আসামি ছিলেন রুমান। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, গ্রামে মানুষের জমি দখল, মসজিদের টাকা আত্মসাৎ, আওয়ামী লীগের সময়ে মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । রুমানকে গ্রেপ্তার করায় ধরমন্ডল ইউনিয়নের সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। বাজারে মানুষ মিষ্টি বিতরণ করেছেন।

নাসিরনগর থানার উপপরিদর্শক কামাল জানান, বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি রুমানকে গ্রেপ্তারের কার্যক্রম শেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ