স্বর্ণ-ডলার পাঠানোর নামে যেভাবে পার্সেল প্রতারণা

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ PM
মো. ফারুক  হোসেনকে গ্রেপ্তার করেছে সিআইডি

মো. ফারুক  হোসেনকে গ্রেপ্তার করেছে সিআইডি © সংগৃহীত

ফেসবুক, ই-মেইল, হোয়াটসঅ্যামের মাধ্যমে ম্যাসেজ দিয়ে স্বর্ণ-ডলার পাঠানোর নামে পার্সেল প্রতারণা শুরু করেছে একটি চক্র। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে পল্টন থানার শান্তিনগর ব্র্যাক ব্যাংক শাখার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হলেন, মো. ফারুক  হোসেন। তিনি দিনাজপুর জেলার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, প্রতারক চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে ইউএস আর্মি, ইউএস নেভি ইত্যাদি পরিচয়ে ভুয়া আইডি ব্যবহার করে ভিকটিমদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে। এরপর স্বর্ণ, হীরা, মূল্যবান পাথর কিংবা বিপুল পরিমাণ ডলার ও ইউরো পাঠানোর প্রলোভন দেখিয়ে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা দিতে বাধ্য করত। টাকা জমা হওয়ার সঙ্গে সঙ্গে প্রতারণার শিকার ব্যক্তিকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ব্লক করে দিতো চক্রের সদস্যরা।

তিনি বলেন, নাইজেরিয়ান নাগরিক মারলন স্যামুয়েলসসহ দেশি-বিদেশি প্রতারকদের নিয়ে গড়ে ওঠা এই চক্র বাংলাদেশসহ বিভিন্ন দেশে সক্রিয় ছিল। ভুয়া পরিচয়ের আড়ালে তারা মোট ১৬ জন ভিকটিমের কাছ থেকে ১ কোটি ১৮ লাখ ৯৯ হাজার ৩৯৮ টাকা হাতিয়ে নেয়। গ্রেপ্তার ফারুক হোসেনের মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স ফারুক ট্রেডার্সের দুটি ব্যাংক হিসাবের মধ্যে একটিতে ১ কোটি ৪৫ লাখ ১০ হাজার ৬৮৫ টাকা এবং অন্যটিতে ২১ লাখ ৯১ হাজার ৪৭৫ টাকার লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি।

তিনি আরও বলেন, ঘটনার প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়ার পর সিআইডি বাদী হয়ে মোমেনা আক্তার রানি, নাইজেরিয়ান নাগরিক মারলন স্যামুয়েলস, মো. কামরুল মোকসেদ প্রকাশ সাজু, ইমরান হাসান ইকবাল, মো. ফারুক হোসেন, মেসার্স ফারুক ট্রেডার্স ও মেসার্স জননী ট্রেডার্সসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে। মামলার রহস্য উদঘাটন, অপরাপর অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

দায়িত্ব পালন করতে গিয়ে জাতীয় নির্বাচনে ভোটদানের সুযোগ বঞ্চি…
  • ১৯ জানুয়ারি ২০২৬
অবসরের ইঙ্গিত দিলেন নেহা কক্কড়!
  • ১৯ জানুয়ারি ২০২৬
চাঁদপুরে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মত…
  • ১৯ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিত
  • ১৯ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন বন্ধ হলে দেশব্যাপী লাগাতার কঠোর কর্মসূচির হু…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের সভাপতি মুয়িদ, সম্পাদক  হাসান…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9