অর্ধশত নেতাকর্মী নিয়ে সোহাগ কাউন্টারে ভাঙচুর স্বেচ্ছাসেবক দল নেতার, চালককে কুপিয়ে জখম

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ AM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ AM
সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাংচুর

সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাংচুর © টিডিসি সম্পাদিত

রাজধানীতে সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে ধূমপান করা নিয়ে তর্ক-বিতর্কের জেরে অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে অতর্কিতে হামলা চালানোর অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। এতে বাস মালিক আলী হাসান পলাশ তালুকদারের গাড়িচালককে কুপিয়ে জখম করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ বাস কাউন্টারে এ ঘটনা ঘটে। 

বাস মালিক পক্ষের দাবি, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লালের নেতৃত্বে ৬০ থেকে ৭০ জন এসে মব তৈরি করে অতর্কিত হামলা চালায়। কাউন্টারে ভাংচুরের পাশাপাশি নিরীহ যাত্রীদের মধ্যে কয়েকজনকে মারধর করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মালিবাগ সোহাগ পরিবহন কাউন্টারের সামনে দাঁড়িয়ে ধুমপান করছিলেন স্থানীয় দুই যুবক। এসময় কাউন্টার কর্তৃপক্ষ তাদের দূরে গিয়ে ধূমপান করতে বললে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে ওই দুই যুবকের ফোনে অর্ধশতাধিক লোকজন ঘটনাস্থলে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কাউন্টারে হামলা ও ভাঙচুর করা হয়।

আরও পড়ুন: বিএনপির মিছিলে যাওয়ার সময় ধাক্কা লাগা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ। তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে ৯৯৯-এ সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আছি। প্রাথমিকভাবে জানা যায়, ধুমপান করা নিয়ে দু'টি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। 

বাস মালিক পলাশ তালুকদারের ভাই নাদিম বলছেন, ৬০ থেকে ৭০ জনের একটি দল লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে বুধবার রাত সাড়ে ১১ টার দিকে মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টার এবং তার পাশেই পলাশ তালুকদারের বাসায় হামলা চালায়। হামলাকারীরা বাস কাউন্টারে ব্যাপক ভাঙচুর চালায়, সোহাগ পরিবহনের কর্মীদের এলোপাতাড়ি মারধর করে। তারা পলাশ তালুকদার ও তার গাড়ি চালকের ওপর হামলা করে। তারা পলাশ তালুকদারের বাসার গেট ভেঙে ভিতরে ঢুকতে চেষ্টা করলেও পারেনি।

নাদিম অভিযোগ করে বলেন, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে। তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ভাই ও তার গাড়িচালককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে।

এ বিষয়ে ‎চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গতকাল রাতে ডামেকে একজনকে গুরুতর আহত অবস্থায় আনা হয়। তার চিকিৎসা চলছে। এখন আশঙ্কামুক্ত রয়েছে।

ঘটনার বিষয়ে জানতে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লালের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

রাবি ভর্তি পরীক্ষায় ‘ডিপসিক’ এআই দিয়ে জালিয়াতি, আটক ১
  • ১৬ জানুয়ারি ২০২৬
রিলেশনশিপ অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন শেষ ২…
  • ১৬ জানুয়ারি ২০২৬
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ছয়
  • ১৬ জানুয়ারি ২০২৬
৩১ জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়ন না হলে আত্মহনন কর্মসূ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
পরিচালক নাজমুল শোকজের জবাব না দিলে যা করবে বিসিবি
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওয়ালটন নেবে বিজনেস এক্সপানশন অফিসার, পদ ১০, আবেদন শেষ ২৩ জ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9