সেবা দিতে দেরি হওয়ায় নার্সের মাথা ফাটাল রোগীর স্বজনরা

১৬ আগস্ট ২০২৫, ১২:০৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৯:২০ PM
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় বিলম্বের অভিযোগ তুলে এক নার্সকে মারধর করেছে রোগীর স্বজনরা। এ ঘটনায় নার্সের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। শুক্রবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আহত নার্সের নাম সেলিনা সুলতানা। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাথায় সেলাই দিতে হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ব্যাপারে পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের জরিনা বেগম শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি হন। পরের দিন দুপুরে ডিউটিতে থাকা নার্স সেলিনা অন্য এক রোগীকে সেবা দেওয়ার পর জরিনাকে ইনজেকশন দেওয়ার প্রস্তুতি নেন।

এ সময় জরিনার ছেলে রায়হান (২৪) অভিযোগ করেন, নার্সের সেবা দিতে দেরি হচ্ছে। এ অভিযোগকে কেন্দ্র করে এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে রায়হানসহ স্বজনরা নার্স সেলিনার ওপর হামলা চালান। এতে তার মাথা ফেটে যায়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তামিম রায়হান বলেন, নার্স একজন রোগীকে সেবা দেওয়ার পরই জরিনাকে ইনজেকশন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এতেই রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। এতে নার্স সেলিনার মাথায় গুরুতর আঘাত লাগে এবং সেলাই দিতে হয়েছে।

হামলার ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ নবীনগর থানায় মামলা দায়ের করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, আরএমও বাদী হয়ে মামলা করেছেন। মামলায় প্রধান আসামি রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

তবে এ বিষয়ে রোগী জরিনা বেগম এবং তার অভিযুক্ত স্বজনদের বক্তব্য জানতে চাইলে তারা কোনো কথা বলতে রাজি হননি।

রাবির ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রত…
  • ১৬ জানুয়ারি ২০২৬
জামায়াত বনাম ইসলামী আন্দোলন: ভোট-জরিপে কার অতীত কেমন?
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিপিএলের স্থগিত ম্যাচের টিকিট নিয়ে দর্শকদের জন্য সুখবর দিল …
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবিপ্রবিতে প্রক্টরীয় ও শৃঙ্খলা সংক্রান্ত নীতিমালা নিয়ে ব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো
  • ১৬ জানুয়ারি ২০২৬
এমআইএসটি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9