শুটিং করতে করতে মিডিয়াকর্মীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

গাজীপুরের পুবাইলে শুটিং চলাকালীন ইদ্রিস (৩৫) নামে এক মিডিয়াকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। তিনি দীর্ঘদিন ধরে চলচ্চিত্র ও মিডিয়ায় কাজ করছিলেন। চিকিৎসক প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানাননি। ফলে এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়ে সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে জল্পনা শুরু হয়েছে। হাসপাতাল থেকে মরদেহ তেজগাঁও সাত রাস্তার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

জানা গেছে, এস এম ব্রাইট মিডিয়া হাউজের উদ্যোগে পুবাইলের একটি ‘পনির হাউজ’-এ বুধবার ভোর থেকে শুটিং চলছিল। ভোর ৬টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইদ্রিস। সহকর্মীরা দ্রুত তাকে গাজীপুরের টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মিডিয়া হাউজের মালিক হাসান জানান, শুটিং চলাকালীন হঠাৎই ইদ্রিস অসুস্থ হয়ে পড়েন এবং এরপর আর তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এ বিষয়ে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিরুল ইসলাম জানান, ঘটনা শুনেছি। তদন্তসাপেক্ষে বিস্তারিত জানা যাবে। 


সর্বশেষ সংবাদ