নেত্রকোনায় বকেয়া টাকা চাওয়ায় চা দোকানিকে ছুরিকাঘাতে হত্যা

নেত্রকোনা জেলার ম্যাপ
নেত্রকোনা জেলার ম্যাপ  © টিডিসি সম্পাদিত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বকেয়া টাকা চাওয়ায় পুলিনুস দারিং (৪৫) নামের এক চা বিক্রেতা ছুরিকাঘাতে হত্যা করেছেন তার এক প্রতিবেশী। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার গোবিন্দপুর বল মাঠের কাছে এ ঘটনা ঘটে।

পুলিনুস খারনৈ ইউনিয়নের খারনৈ গ্রামের প্রয়াত খালাদিও দারিংয়ের ছেলে। তিনি ওই এলাকায় একটি চায়ের দোকান চালাতেন।

এ ঘটনায় স্থানীয় লোকজন অভিযুক্ত প্রতিবেশী গোবিন্দপুর গ্রামের কেলন রিমা ছেলে আইয়ুব ম্রংকে (৬৫) আটক করে থানা-পুলিশের কাছে সোপার্দ করেছেন।

নিহতের ছেলে ইমন চিসিম বলেন, ‘বেলা আড়াইটার দিকে আমি বাবার চায়ের দোকানে যাই। এ সময় চা খেতে আইয়ুব ম্রং দোকানে আসেন। আমার বাবা তার কাছে বকেয়া টাকা চান। এ নিয়ে দুজনের মধ্যে টাকা লেনদেন নিয়ে তর্কাতর্কি হয়। আমি দুজনকেই শান্ত করি। আইয়ুব ম্রং তাকেও বাড়িতে পাঠিয়ে দেই। পরে আমি নিজেও বাড়িতে চলে আসি।’

ইমন চিসিম আরও বলেন, ‘আইয়ুম ম্রং বাড়িতে থেকে চাকু নিয়ে আসে এবং বাবার বুকে বাঁ পাশে একটি আঘাত করে। ডাক-চিৎকারে বাড়ি থেকে ছুটে আসি। পরে স্থানীয়দের সহায়তায় বাবাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’

কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই পুলিনুস দারিং মারা গিয়েছেন।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মৃতদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। অভিযুক্ত ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ