নেত্রকোনায় স্কুল ছাত্রসহ ৪ জনের মৃত্যু

দুর্গাপুর থানা ও কেন্দুয়া থানা
দুর্গাপুর থানা ও কেন্দুয়া থানা  © সংগৃহীত

নেত্রকোনা পৃথক ঘটনায় স্কুল ছাত্রসহ ৪ জনের মৃত্যু হয়েছে। জেলার দুর্গাপুর ও কেন্দুয়া উপজেলায় বিভিন্ন ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

তিনজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক রাসেল পারভেজ। তিনি বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে রেজাউল ইসলাম ও মাইফুল আক্তারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের জন্য আবু তাহেরের মরদেহ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গের পাঠানো হয়েছে। 

কেন্দুয়া থানার ওসি (তদন্ত) ওমর কাইয়ুম বলেন, অটোরিকশা চাপায় স্কুল ছাত্র মিজানের মৃত্যু হয়েছে। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

দুর্গাপপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, সদর ইউনিয়নের মিনকী ফান্দা গ্রামে ডোবার পানিতে ডুবে রেজাউল ইসলাম (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। রবিবার (৮ জুন) রাতের খাবারের পর বাহিরে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরে সোমবার (৯ জুন) সকালে খোঁজাখুঁজি একপর্যায়ে ডোবার পাশে মোবাইল পড়ে থাকতে দেখে স্থানীয়রা ডোবায় নেমে তার মরদেহ উদ্ধার করে। মৃগী রোগে আক্রান্ত ছিলেন পরিবারের সদস্যরা।

উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মৌ গ্রামে বিষ পানে মাইফুল আক্তার (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (৮ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এদিকে জেলার কেন্দুয়া উপজেলায়  নানার বাড়িতে বেড়াতে এসে অটোরিকশা চাপায় মিজান (৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার (৮ জুন) বিকেলের দিকে উপজেলার পৌর সদরের টেঙ্গুরি গ্রামে এ ঘটনা ঘটে। আজ সোমবার  (৯ জুন) বেলা ১১ টার দিকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

নিহত মিজান মদন উপজেলার রত্নপুর গ্রামের হকচান এর ছেলে এবং স্থানীয় স্বাবলম্বী স্কুলে ১ম শ্রেণির ছাত্র ছিল। তার নানার বাড়ি কেন্দুয়া পৌরসভার টেঙ্গুরি গ্রামে এবং  নানার নাম আব্দুল হেলিম।

 


সর্বশেষ সংবাদ