নেত্রকোনায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় সূচি রানী রায় (১৪) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত সূচি রানী রায় মোহনগঞ্জ পৌরশহরের দক্ষিণ দৌলতপুর এলাকার সুজন চন্দ্র রায়ের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

গতকাল রবিবার রাত ৮টার দিকে পৌরশহরের দক্ষিণ দৌলতপুর এলাকায় নিজ বাসা থেকে সূচির মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃতের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সূচি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। তার স্কুলে যাওয়া-আসা ছিল অনিয়মিত। সে প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে অস্বাভাবিক আচরণ করত এবং চিৎকার-চেঁচামেচি করত। রবিবার রাতে তার মা ছাদে গেলে, এ সময় সূচি নিজ কক্ষে ছাদের রডের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ছাদ থেকে নেমে কোনো সাড়াশব্দ না পেয়ে সূচির মা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন, সূচি ছাদের রডে ঝুলছে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঝুলন্ত মরদেহ নামায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সূচি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ