গৃহকর্মীকে নির্যাতন, সাবেক সেনা সদস্যের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

নির্যাতনের শিকার রানী ও নজরুল ইসলাম-রেশমা
নির্যাতনের শিকার রানী ও নজরুল ইসলাম-রেশমা  © টিডিসি

তা'মীরুল মিল্লাত ট্রাস্ট এলাকার ডি আইটি টাওয়ারে বসবাসরত সাবেক সেনাসদস্য সর্দার নজরুল ইসলাম ও তার স্ত্রী রেশমার বিরুদ্ধে গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত নজরুল ইসলাম (সাবেক সার্জেন্ট) মৃত সর্দার আনিসুর রহমানের পুত্র। তার স্ত্রী রেশমার গ্রামের বাড়ি নাটোরে। তারা ডি আইটি টাওয়ারের দ্বিতীয় তলায় বসবাস করছেন।

ভুক্তভোগী ১৫ বছর বয়সী গৃহকর্মী রানী প্রায় ছয় বছর ধরে ওই বাসায় কর্মরত। অভিযোগ রয়েছে, তাকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। সর্বশেষ ঘটনা ঘটে গত শুক্রবার। সেদিন দম্পতির দুই শিশুপুত্রের ঝগড়ার জেরে রানীকেও মারধর করা হয়।

অভিযুক্ত রেশমা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাগের মাথায় মারার পরে রানী পড়ে যায়, শরীরে আঘাত পায়। ভুল করেছি বুঝতে পারছি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অনেক দিন ধরেই রানীর ওপর এমন নির্যাতন চলছিল। স্থানীয় বাসিন্দারা জানান, ওই দিন গৃহকর্মী রানীর গায়ে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে, এবং তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়।
 
সাংবাদিকদের কাছে রানী জানান, আমাকে প্রায় সময় বেঁধে মারতো। কোনো কাজে দেরি হলেই বা ভুল হলেই আমাকে প্রচণ্ডভাবে মারধর করত। আর সহ্য হচ্ছিল না, তাই আজকে সাহস করে বেরিয়ে এসে প্রতিবেশীদের জানাই।
 
তা'মীরুল মিল্লাত ট্রাস্টের নির্বাহী কমিটির সদস্য নেয়ামতুল্লাহ শাকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক ও মানবতাবিরোধী। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমি টঙ্গী পশ্চিম থানা পুলিশকে অবহিত করি এবং সংবাদমাধ্যমকে জানাই। পরবর্তীতে পুলিশ এসে রানীকে উদ্ধার করে এবং অভিযুক্তদের হেফাজতে নেয়।
 
তিনি আরও জানান, আমাদের ট্রাস্টে যেন ভবিষ্যতে এমন কোনো ন্যক্কারজনক ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে আমরা কঠোর ব্যবস্থা নেব।
 
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান জানিয়েছেন, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রানীকে চিকিৎসা ও নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ