মোবাইল কেনার টাকা না পেয়ে বাবাকে হাতুড়িপেটা করে হত্যা

গ্রেপ্তার হওয়া মো. ইয়াসিন
গ্রেপ্তার হওয়া মো. ইয়াসিন  © সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোবাইল ফোন কেনার জন্য টাকা না পেয়ে বাবাকে হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ উঠেছে ছেলে মো. ইয়াসিনের (২২) বিরুদ্ধে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। শুক্রবার (৫ জুলাই) রূপগঞ্জ থানার মঙ্গলখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মাহবুল হক (৫৬) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বিশ্বনন্দী পূর্বপাড়ার বাসিন্দা। 

পুলিশ সূত্রে জানা গেছে, মোবাইল কেনার জন্য বাবার কাছে টাকা চায় ইয়াসিন। কিন্তু বাবা মাহবুল হক টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ইয়াসিন রাগের বশে বাড়িতে থাকা হাতুড়ি দিয়ে বাবার মাথায় আঘাত করে। গুরুতর অবস্থায় মাহবুল হককে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও অভিযুক্তের মা মোছা. রাশিদা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ আরও জানায়,  মামলার পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নির্দেশনায় আসামিকে গ্রেফতারে অভিযান চালানো হয়। ‘সি’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলামের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. আতিক এবং রূপগঞ্জ থানার এসআই (নিঃ) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলখালী এলাকায় অভিযান চালিয়ে ইয়াসিনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াসিন বাবাকে হত্যা করার বিষয়টি স্বীকার করেছেন।  


সর্বশেষ সংবাদ