সড়কের পাশে পড়ে ছিল মরদেহ

কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের পাশে পড়ে থাকা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ
কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের পাশে পড়ে থাকা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ  © প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের পাশে পড়ে থাকা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার মহিপুরে গ্রামীণ ব্যাংকের শাখা অফিস সংলগ্ন সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন জানান, সকালে হাঁটতে বের হয়ে এক পথচারী সড়কের পাশে ওই ব্যক্তিকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রথমে ঘুমিয়ে আছেন ভেবে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়।

স্থানীয় বাসিন্দা রুস্তম আলী বলেন, ‘সকালে হাঁটার সময় দেখি একজন লোক রাস্তার পাশে পড়ে আছেন। কাছে গিয়ে ডাকলেও কোনো সাড়া দিচ্ছিলেন না। তাই থানায় খবর দিই।’

আরও পড়ুন: এবার ছাদে নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, হাতেনাতে ধরা অভিযুক্তরা

খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে ছিল কালচে সবুজ রঙের হাফ হাতা গেঞ্জি এবং নীল-কালো চেক লুঙ্গি। ডান পায়ের নিচে আঘাতের চিহ্নও রয়েছে।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’


সর্বশেষ সংবাদ