ফেরিওয়ালার কাছে সরকারি বই বিক্রি, শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

ফেরিওয়ালার কাছে সরকারি বই বিক্রি দায়ের শিক্ষকের বিরুদ্ধে মামলা
ফেরিওয়ালার কাছে সরকারি বই বিক্রি দায়ের শিক্ষকের বিরুদ্ধে মামলা  © সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুরে ফেরিওয়ালার কাছে সরকারি পাঠ্যবই বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক শওকত আনোয়ার আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি পূর্ববর্তী শিক্ষাবর্ষের বই শিক্ষার্থীদের কাছ থেকে ফেরত নিয়ে তা এক ফেরিওয়ালার কাছে বিক্রি করেন। বই বিক্রির সময় স্থানীয়দের হাতে তিনি ধরা পড়েন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শওকত আনোয়ার পূর্ববর্তী শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণির বই শিক্ষার্থীদের কাছ থেকে ফেরত নিয়ে নিজের কাছে জমা করে রাখেন। গত ২৫ মে, বিদ্যালয় চলাকালীন সময়ে তিনি এসব বই জালাল হোসেন নামে এক ফেরিওয়ালার কাছে ২০ টাকা কেজি দরে চার মণ বই বিক্রি করেন। ফেরিওয়ালা বইগুলো বস্তায় ভরে ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করে ভ্যানটি আটকান।

এ ঘটনা জানাজানি হলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইমরান হোসেনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্ত চলাকালে অভিযুক্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে এলাকাবাসী ও অভিভাবকেরা বিক্ষোভ করেন। পরিস্থিতি বিবেচনায় শিক্ষক শওকত আনোয়ার তদন্ত কর্মকর্তার সঙ্গে বিদ্যালয় ত্যাগ করেন। পরবর্তীতে তদন্তে বই বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে প্রাথমিক শিক্ষা অফিস।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, সরকারি বই বিক্রির ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শেষে জেলা পর্যায়ে প্রতিবেদন পাঠানো হয়। প্রতিবেদন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে আউয়ালগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। তিনি সেখানে যোগদান করেছেন।


সর্বশেষ সংবাদ