মেট্রো স্টেশনের নিচে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১২:১৯ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৯:৩০ AM
রাজধানীর সচিবালয় মেট্রো স্টেশনের নিচ থেকে অজ্ঞাত (বয়স আনুমানিক ৫২) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ জুন) সকাল ৬টার দিকে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কে এম রেজাউল ইসলাম নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা ভোর সাড়ে ৫টার দিকে খবর পেয়ে সচিবালয়ের মেট্রো স্টেশনের নিচে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের কাছে জানতে পারি নিহত ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।