১ লাখ ৪০ হাজার ইয়াবা রেখে পালাল পাচারকারীরা
- টেকনাফ প্রতিনিধি
- প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৩:৫৬ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৩:৪১ PM
মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রবিবার (১৫ জুন) উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীন বালুখালী ও পালংখালী বিওপির নিয়মিত টহল দল বালুখালী বিওপি থেকে আনুমানিক দেড় কিলোমিটার দক্ষিণ দিকে ও পালংখালী বিওপি থেকে আনুমানিক ২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে এবং বিআরএম-১৯ থেকে আনুমানিক ২ কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণে বাংলাদেশের অভ্যন্তরে আঞ্জুমান খালপাড় এলাকায় টহল দিচ্ছিল। আনুমানিক রাত আটটার দিকে মিয়ানমার থেকে ২-৩ জন বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে উভয় বিওপির টহল দল।
আরও পড়ুন: ৩০ লাখ টাকার স্কলারশিপে বিদেশে পড়তে যাচ্ছেন দারুননাজাতের আদনান
লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন আরও জানান, এ সময় পাচারকারীদের ধাওয়া করে একজন পাচারকারী অস্ত্র নিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায় এবং অন্য দুজন মাদক ভর্তি ব্যাগ নিয়ে ধানক্ষেতের মধ্য দিয়ে দুই দিকে পালিয়ে যায়। পরে বালুখালীর বিজিবি টহল দল একজনকে ধাওয়া করে এবং পালংখালীর টহল দল অন্যজনকে ধাওয়া করে। কিন্তু কাউকে আটক করা যায়নি।
পরবর্তী সময়ে বালুখালী ও পালংখালী বিওপির ২টি যৌথ টহল দল উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ২টি নীল রঙের ব্যাগ উদ্ধার করতে সক্ষম হয়। ওই ২টি ব্যাগের ১৪টি প্যাকেট থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মাদক চোরাকারবারিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান।