নারীকে লাথি মারা বহিষ্কৃত সেই জামায়াতকর্মীর জামিন

বহিষ্কৃত জামায়াতকর্মী আকাশ চৌধুরী
বহিষ্কৃত জামায়াতকর্মী আকাশ চৌধুরী  © টিডিসি সম্পাদিত

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে এক নারীকে লাথি মেরে দেশজুড়ে সমালোচিত বহিষ্কৃত জামায়াতকর্মী আকাশ চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। আজ বুধবার (৪ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক তার জামিন আবেদন মঞ্জুর করেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন সাংবাদিকদের জানান, আকাশ চৌধুরীর পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত শুনানি শেষে তা গ্রহণ করেন।

এর আগে আকাশ চৌধুরীকে রবিবার চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি দায়ের করা হয় ২৮ মে নগরীর প্রেস ক্লাব এলাকায় সংঘটিত এক সহিংস ঘটনার প্রেক্ষিতে, যেখানে গণতান্ত্রিক ছাত্রজোটের একটি কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: গুলিস্তান থেকে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

ঘটনার সূত্রপাত ঘটে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের খালাসের প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে। ওই দিন একই সময়ে একটি পাল্টা মিছিল নিয়ে সেখানে হাজির হয় ‘এন্টি শাহবাগ মুভমেন্ট’ নামের আরেকটি সংগঠন। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা বাড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

ছাত্রজোটের দাবি, এ সময় ‘এন্টি শাহবাগ মুভমেন্ট’-এর কর্মীরা তাদের ওপর হামলা চালায়। হামলায় আহত হয় অন্তত ১৫ জন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে এবং পরবর্তীতে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করে।

আরও পড়ুন: পৌর আওয়ামী লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪

এ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ১৫ সেকেন্ডের ভিডিও, যা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে দেশজুড়ে। ভিডিওতে দেখা যায়, প্রেস ক্লাবসংলগ্ন একটি এলাকায় গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে আশ্রয় নিচ্ছেন। তখনই আকাশ চৌধুরী পুলিশের চোখ এড়িয়ে পেছন থেকে গিয়ে এক নারী নেত্রীকে লাথি মারেন। এরপর ঘুরে আরেক নারীকে লাথি দেন তিনি। ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমজুড়ে।

ঘটনার পরপরই তীব্র সমালোচনার মুখে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামি এক বিবৃতির মাধ্যমে জানায়, অভিযুক্ত আকাশ চৌধুরী তাদের দলের সদস্য ছিলেন এবং নারীকে লাথি মারার ঘটনার দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।


সর্বশেষ সংবাদ