ছাত্রদল নেতার বসতঘর থেকে দেশীয় অস্ত্র ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

গ্রেপ্তার ছাত্রদল নেতা
গ্রেপ্তার ছাত্রদল নেতা  © টিডিসি ফটো

ফেনীর দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশ্রাফুল হাসান জাবেদের বসতঘর থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, বুলেট, ককটেল তৈরির সরঞ্জাম ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করেছে যৌথবাহিনী।

আজ শনিবার (২২ মার্চ) দুপুরে দাগনভূঞা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে সেনাবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন। 

এদিকে ঘটনার দিন বিকেলে অভিযুক্ত ছাত্রদল নেতা আশ্রাফুল হাসান জাবেদকে গ্রেপ্তার করে পুলিশ।

সেনাবাহিনীর দাগনভূঞা অস্থায়ী ক্যাম্পের কমান্ডার মেজর শাহরিয়ার রহমান বলেন, ‘আজ শনিবার সকাল থেকে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নিয়ন্ত্রণে ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের লক্ষ্যে দাগনভূঞা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে আশ্রাফুল হাসান জাবেদের ঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক খুঁজতে গিয়ে তার থাকার ঘরে দুই রাউন্ড বুলেট পাওয়া গেছে।’ 

তিনি বলেন, ‘পরে তল্লাশি করে তার বসতঘরের ছাদ থেকে একটি দেশীয় হাতের তৈরি আগ্নেয়াস্ত্র, অন্যান্য স্থান থেকে দেশীয় ধারালো ছুরি ও ককটেল তৈরির সরঞ্জাম পাওয়া যায়। এছাড়াও তার থাকার ঘর থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদিও পাওয়া গেছে। অভিযানের খবর টের পেয়ে তাৎক্ষণিক বাড়ি থেকে সটকে পড়েন জাবেদ।’ 

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপপরিচালক সোমেন মন্ডল, দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল ইসলাম ও দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’ এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ