রাবির দুই শিক্ষার্থীকে মারধর, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
- রাজশাহী প্রতিনিধি
- প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১২:১৪ PM , আপডেট: ১৩ মার্চ ২০২৫, ১২:১৪ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী হেনস্তা ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও প্রশাসনের পক্ষ থেকে মামলা করার দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
আজ (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীরা বলেন, আজ সন্ধ্যা ৬টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। দাবি না মানলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
আরো পড়ুন: ধর্ষণের শিকার শিশুর অবস্থা সংকটাপন্ন, ফাংশন করছে না ব্রেইন
জানা যায়, বুধবার (১২ মার্চ) আনুমানিক বেলা দেড়টার দিকে রাজশাহী মহানগরীর কাজলা মোড়ে এ হেনস্তা ও মারধরের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয় একটি খাবারের দোকান ‘তন্ময় হ্যাট্রিক কেফ’-এর মালিক তন্ময় ও তার সহযোগীরা এ ঘটনার সঙ্গে জড়িত।
শিক্ষার্থীরা বলেন, এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা ও শিক্ষার্থীদের মর্যাদার ওপর সরাসরি আঘাত। প্রশাসনের নিরবতা তাদের হতাশ করেছে। তারা প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও দোষীদের শাস্তির দাবি জানান।