পিলখানা হত্যাকাণ্ডে হাসিনাসহ ১৫ ব্যক্তির সাক্ষ্য নিতে চায় কমিশন

  © সংগৃহীত

রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে (বর্তমানে বিজিবি) সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট ১৫ ব্যক্তির সাক্ষ্য নিতে চায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। শনিবার (৮ মার্চ) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন।

এতে গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কমিশন সময়ের সীমাবদ্ধতার কারণে এসব ব্যক্তিদের সাক্ষ্যগ্রহণ কার্যক্রম চলতি বছরের ৩১ মার্চের মধ্যে সম্পন্ন করতে চায়। তাই সাক্ষীগণকে তাদের সুবিধানুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের ৭ দিনের মধ্যে প্রস্তাবিত সময়সূচি ফোন অথবা ই-মেইল অথবা পত্রের মাধ্যমে কমিশনের ঠিকানায় লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। 

শেখ হাসিনা ছাড়াও আরও যাদের সাক্ষ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে তারা হলেন- সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ফজলে নূর তাপস, গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম, ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ৪৪ রাইফেল ব্যাটালিয়নের তৎকালীন অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুহাম্মদ শামসুল আলম, ডিজিএফআই’র সাবেক ডিজি (মহাপরিচালক) লে. জেনারেল (অব.) মোল্লা ফজলে আকবর, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মঈন উ আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, র‌্যাবের সাবেক ডিজি ড. হাসান মাহমুদ খন্দকার, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল কাহহার আকন্দ, সাবেক পুলিশ মহাপরিদর্শক নুর মোহাম্মদ, সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম।

সাক্ষ্য প্রদানের জন্য আগ্রহী ব্যক্তিরা +৮৮০১৭১৪০২৬৮০৮ এই মোবাইল নম্বর অথবা commission@bdr-commission.org- ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।

এ ছাড়া কমিশনের কার্যালয় বিআরআইসিএম ভবন, সপ্তম তলা, (সায়েন্স ল্যাবরেটরি) ড. কুদরত-ই-খুদা রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫ এসেও সাক্ষী দিতে পারবেন। এছাড়াও অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য প্রদান করতে পারবেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence