বিএনপি নেতা বাদল হত্যা মামলায় গ্রেফতার ৩

গ্রেপ্তারকৃত ৩ আসামী
গ্রেপ্তারকৃত ৩ আসামী  © টিডিসি ফটো

শেরপুরে বিএনপি নেতা গোলাম জাকারিয়া বাদল হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রোববার (২ মার্চ) তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম। 

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর ভুইয়ারচর এলাকার মোতালেব মিয়ার ছেলে লালন মিয়া (২৮), সোহেল রানার ছেলে সৌরভ মিয়া (২৬) ও খুনুয়া চরপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে মাজাহারুল ইসলাম মুরাদ (২৮)।

এ বিষয়ে ওসি মো. জুবায়দুল আলম বলেন,  শনিবার (১ মার্চ) তথ্যপ্রযুক্তির সহায়তায় এ মামলার ৩ আসামিকে ফেনীর দাগনভূঁঞা উপজেলার ইউডি রাজপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য,স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার ও দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রতিপক্ষের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া বাদল। 


সর্বশেষ সংবাদ