বুয়েট শিক্ষার্থীকে গাড়িচাপা মামলা: ডোপ টেস্টের পর আদালতে তিন আসামি

২০ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৮ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
গ্রেপ্তারের পর তিনজনকে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা।

গ্রেপ্তারের পর তিনজনকে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা। © সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপ-শহরে পুলিশের তল্লাশিচৌকিতে প্রাইভেট কারের ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) নিহতের ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার তিন আসামির ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) হয়েছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গাড়ি চালানোর সময় তিন আসামি মদ্যপ ছিলেন কি না—তা জানতে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে তাঁদের ডোপ টেস্ট করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

আসামিদের মধ্যে আছেন প্রাইভেট কারের চালক মুবিন আল মামুন (২০)। তিনি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে। গ্রেপ্তার অন্য দুজন হলেন ওই গাড়িতে থাকা মিরপুর পীরেরবাগ এলাকার রিজওয়ানুল করিমের ছেলে মিরাজুল করিম (২২) এবং উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাহাউদ্দিন চৌধুরীর ছেলে আসিফ চৌধুরী।

আরও পড়ুন: রূপগঞ্জে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৩

গ্রেপ্তার হওয়া তিনজনই শিক্ষার্থী। তাঁদের গাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি মদের খালি বোতল ও এক ক্যান বিয়ার পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

এর আগে সকালে নারায়ণগঞ্জের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আসামিরা তিনজনই মদ্যপ ছিলেন বলে আমাদের ধারণা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা সে কথা স্বীকারও করেছেন। আদালতে প্রমাণের জন্য তাঁদের ডোপ টেস্ট করা হবে।’ ধাক্কা দেওয়া গাড়িটির চালক মুবিন আল মামুনের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 

তিনি বলেন, ‘ঘটনার পর আমরা চালকের কাছে গাড়ির কাগজ ও ড্রাইভিং লাইসেন্স দেখতে চেয়েছিলাম। চালক সেগুলোও দেখাতে পারেননি। গাড়ির কাগজপত্র এবং সেই ছেলের নামে গাড়ি চালানোর লাইসেন্স করা আছে কি না—তা আমরা তদন্তে খতিয়ে দেখব।’

আরও পড়ুন: পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বুয়েট শিক্ষার্থীর

দুপুরে ডোপ টেস্টের পর বেলা সাড়ে তিনটার দিকে তিন আসামিকে নারায়ণগঞ্জ আদালতে নিয়ে আসা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম বলেন, তিন আসামির পাঁচ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে।

এর আগে রাত তিনটার দিকে পূর্বাচল ৩০০ ফুটের নীলা মার্কেট (কুড়িল-কাঞ্চন সড়ক) এলাকায় পুলিশের একটি তল্লাশিচৌকিতে একটি প্রাইভেট কার সজোর ধাক্কা দেয়। এ সময় তল্লাশিচৌকিতে দাঁড়ানো বুয়েটের তিন মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মারা যান বুয়েটের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মুহতাসিম মাসুদ। 

এ ঘটনায় আহত হন মুহতাসিমের দুই সহপাঠী মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২)। ঘটনাস্থল থেকেই গাড়িচালকসহ তিনজনকে আটক করে পুলিশ। পরে রূপগঞ্জ থানায় মুহতাসিমের বাবার করা একটি মামলায় এই তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9