নৌকা-ঈগলের সংঘর্ষ, যুবলীগ নেতাসহ গুলিবিদ্ধ ৩

টাঙ্গাইলে নৌকা-ঈগলের সংঘর্ষ
টাঙ্গাইলে নৌকা-ঈগলের সংঘর্ষ  © সংগৃহীত

টাঙ্গাইল-৫ (সদর) আসনের নৌকার মিছিলে বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থী ছানোয়ার হোসেনের সমর্থকের গুলিতে যুবলীগ নেতাসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের দুই সমর্থককে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ ডিসেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার বাঘিল ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হচ্ছেন, বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী সিয়াম ও মো. এমদাদুল হক। এদের মধ্যে সাধারণ সম্পাদকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মামুনুর অর রশিদ বলেন, রাতে বাঘিল এলাকায় নৌকার পক্ষে তার সমর্থকরা মিছিল বের করেন। এসময় স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের সমর্থকরা মিছিলে অতর্কিত গুলি চালান। এসময় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকসহ তিনজন গুলিবিদ্ধ হন। আহতদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলার বাহিনীদের কাছে অনুরোধ জানান।

টাঙ্গাইল সদর থানার ওসি লোকমান হোসেন জানান, এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে আটক করা হয়েছে। বাঘিলে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন: মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে নাশকতার মূল হোতাসহ ২ জন গ্রেপ্তার

উল্লেখ্য, টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থী ও বর্তমান এমপি ছানোয়ার হোসেন দুইবারের সংসদ সদস্য। তিনি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি। তাকে এবার মনোনয়ন দেয়া হয়নি। মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মামুনুর অর রশিদ।

এ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন মুরাদ সিদ্দিকী (স্বতন্ত্র-মাথাল), মোজাম্মেল হক (জাতীয় পার্টি-লাঙ্গল), অ্যাডভোকেট খন্দকার আহসান হাবিব (স্বতন্ত্র-কেটলি), হাসরত খান ভাসানী (বাংলাদেশ সুপ্রিম পার্টি-একতারা), শরিফুজ্জামান খান (তৃণমূল বিএনপি-সোনালী আঁশ) ও তৌহিদুর রহমান চাকলাদার (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-নোঙ্গর)। তবে জামিলুর রহমান মিরন (স্বতন্ত্র-ট্রাক) নির্বাচন থেকে সরে গিয়ে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence