ইবি ছাত্রীকে নির্যাতন

তদন্ত প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে, শুনানি চলতি সপ্তাহে

ইবি ছাত্রীকে নির্যাতনের ঘটনায় চলতি সপ্তাহে শুনানি হতে পারে
ইবি ছাত্রীকে নির্যাতনের ঘটনায় চলতি সপ্তাহে শুনানি হতে পারে  © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রীকে নির্যাতন করে ভিডিও ধারণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পৌঁছেছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে প্রতিবেদনটি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মনিরুজ্জামান মিল্টন। এটি হাইকোর্টে জমা দেওয়া হবে।

জানা গেছে, চলতি সপ্তাহে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে এর ওপর শুনানি হতে পারে। গত ১৬ ফেব্রুয়ারি ইবির এক ছাত্রীকে রাতভর নির্যাতনের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করতে নির্দেশ দেন হাইকোর্ট। জেলা প্রশাসককে তিন দিনের মধ্যে কমিটি গঠন করতে বলা হয়। সাতদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা কমিটির প্রতিবেদন দাখিল করতে বলা হয় ১০ দিনের মধ্যে। এ সময়ে অভিযুক্ত দু’জনকে ক্যাম্পাসের বাইরে রাখতে বলা হয়েছে। নির্যাতনের স্বীকার ছাত্রীর নিরাপত্তাও নিশ্চিত করতে বলা হয়েছে আদেশে।

বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কর্তৃক গঠিত তদন্তে নির্যাতনের সত্যতা পাওয়া গেছে বলে একটি সূত্র জানিয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে এ প্রতিবেদন জমা দেয় কমিটি। সূত্র জানিয়েছে, ছাত্রীকে নির্যাতন ও ভিডিও ধারণের সত্যতা পাওয়া গেছে। নির্যাতনকারী শনাক্ত করা হয়েছে। তবে তাঁদের কী ধরনের শাস্তির সুপারিশ করা হয়েছে সে বিষয়ে কিছু বলেননি তিনি ।

১১ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। শতাধিক পৃষ্ঠার সংযুক্তিও দেওয়া হয়েছে। আরেকটি সূত্র জানায়, প্রতিবেদনে ভুক্তভোগী ছাত্রীকে নির্যাতনের ঘটনার বর্ণনার শুনে তদন্ত কমিটির সদস্যরাও বিব্রত হয়েছেন। নির্যাতনের কিছু চিত্রের বর্ণনার সময় কমিটির পুরুষ শিক্ষকদের বাইরে যেতে হয়েছে।

নির্যাতনের অভিযোগ করে ভুক্তভোগী ছাত্রী গত ১৪ ফেব্রুয়ারি প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দেন। পরে ১৫ ফেব্রুয়ারি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন উপাচার্য। এতে আইন বিভাগের অধ্যাপক রেবা মণ্ডলকে আহ্বায়ক করা হয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।


সর্বশেষ সংবাদ