আর্জেন্টিনার সমর্থকদের দু’পক্ষের সংঘর্ষে তরুণের মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২২, ০৮:২৪ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
ভোলা সদর উপজেলার চেউয়াখালী গ্রামে আর্জেন্টিনা সমর্থকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক তরুণ নিহত হয়েছেন। মো. রিদয় (২০) নামের ওই তরুণ ধনিয়া ইউনিয়নের ইব্রাহিম হোসেনের ছেলে।
সংঘর্ষে মঙ্গলবার রাত ৯টার দিকে আহত হয় রিদয়। পরে তাকে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি হন। বুধবার তার মৃত্যু হয়।
এ ঘটনায় তার বাবা ইব্রাহিম হোসেন স্থানীয় মহিউদ্দিন নয়নসহ ১০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। ভোলা সদর থানার ওসি শাহিন ফকির এ তথ্য জানিয়েছেন।
ওসি বলেন, গত ৩ ডিসেম্বর বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনার সমর্থকরা খাওয়া-দাওয়ার আয়োজন করেন। খাবার পরিবেশন নিয়ে রিদয়ের সঙ্গে মহিউদ্দিন গ্রুপের ঝগড়া ও পরে মারামারি হয়। এর জেরে মঙ্গলবার রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে রিদয় গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে বুধবার মারা যান।