প্রতিবাদ করায় শিক্ষককে হাতুরি দিয়ে পেটালেন নৈশপ্রহরী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ অক্টোবর ২০২২, ০৩:১৭ PM , আপডেট: ২০ অক্টোবর ২০২২, ০৩:৫০ PM
অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবহার করার প্রতিবাদ করায় পাবনার সাঁথিয়ায় এক মাদরাসা শিক্ষককে হাতুরি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় ওই মাদরাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে মামলা করলে মঙ্গলাবর তাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের মেহেদি নগর এম সি কে আলিম মাদরাসার সহকারী শিক্ষক আব্দুর রশিদকে হাতুরি দিয়ে পিটিয়ে আহত করে নৈশপ্রহরী আবু মুছা। এ ঘটনায় অভিযুক্তকে মঙ্গলবার রাতে আটক করে পুলিশ।
আরও পড়ুন: হাসপাতাল থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার
অভিযোগ সূত্রে জানা যায়, মেহেদী নগর এম সি কে আলিম মাদরাসার নৈশপ্রহরী আবু মুছা দীর্ঘদিন ধরে মাদরাসা থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবহার করছেন। এর প্রতিবাদ করেন ওই শিক্ষক। এতে আবু মুছা ক্ষিপ্ত হয়ে গতকাল মঙ্গলবার সকালে মাদরাসায় প্রবেশের সময় গেটের সামনে ওই শিক্ষককে হাতুরি দিয়ে পিটিয়ে আহত করে। খবর পেয়ে অন্যান্য শিক্ষককরা তাকে উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করেন।
জানতে চাইলে সাঁথিয়ার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস বলেন, বিষয়টি প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও আহত শিক্ষক আমাকে জানিয়েছেন। আমি তাদেরকে অভিযুক্তের বিরুদ্ধে পরিচালানা কমিটির মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছি।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামিকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে গতকাল বুধবার পাবনা আদালতে পাঠানো হয়েছে।