দাপুটে জয়ে সুপার সিক্স নিশ্চিত বাংলাদেশের

২২ জানুয়ারি ২০২৬, ০৮:৪২ PM
উইকেট উদযাপনে সানজিদা আক্তার মেঘলা ও নিগার সুলতানা জ্যোতি

উইকেট উদযাপনে সানজিদা আক্তার মেঘলা ও নিগার সুলতানা জ্যোতি © সংগৃহীত

স্পিনার সানজিদা আক্তার মেঘলার বোলিং নৈপুণ্যে হ্যাটট্রিক জয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে নামিবিয়াকে ৮০ রানের বড় ব্যবধানে হারায় টাইগ্রেসরা। 

এর আগে, নিজেদের প্রথম দুই ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে এবং পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সুপার সিক্স নিশ্চিত করল বাংলাদেশ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কীর্তিপুরে নামিবিয়ার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারে উইকেট হারায় বাংলাদেশ। খালি হাতে ফেরেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস।এরপর ৩৩ রানের জুটি গড়েন আরেক ওপেনার দিলারা আক্তার ও শারমিন আক্তার। তবে দলীয় ৪৪ রানের মধ্যে সাজঘরের পথ ধরেন তারা। দিলারা ১৭ বলে ২৫ এবং ১৩ রান করেন শারমিন।

মিডল-অর্ডারে বড় জুটি গড়ার চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। ৪৬ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা। ৩ চারে নিগার ২১ এবং ১ চার ও ২ ছক্কায় ২৭ রান করেন মোস্তারি। শেষদিকে স্বর্ণার ১৮ বলে ২৩ ও রাবেয়া ৫ বলে অপরাজিত ১১ রান করলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশ বোলারদের তোপের মুখে পড়ে ১৭ দশমিক ৫ ওভারে ৬৪ রানে অলআউট হয় নামিবিয়া। দলের পক্ষে মাত্র দু’জন ব্যাটার দুই অঙ্কে পা রাখেন। সর্বোচ্চ ১৯ রান করেন অধিনায়ক সুনে উইটমান।

মেঘলা ১৪ রানে ৪টি, রাবেয়া খান ও ফাহিমা খাতুন ৩টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন মেঘলা।

আগামী ২৪ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। 

রাবি প্রেসক্লাবের পিঠা উৎসবে সাংবাদিকদের মিলনমেলা
  • ২২ জানুয়ারি ২০২৬
জমি বিরোধকে কেন্দ্র করে তিন বছরের শিশুকে হত্যা, গ্রেপ্তার ৩
  • ২২ জানুয়ারি ২০২৬
ওয়াজে যাওয়ার পথে প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের
  • ২২ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল
  • ২২ জানুয়ারি ২০২৬
টানা মূল্যবৃদ্ধির পর কমল সোনার দাম
  • ২২ জানুয়ারি ২০২৬
ভর্তির শর্ত–২ হাজার টাকার বই কেনা, বিশ্ববিদ্যালয়টিতে ২৬ বছর…
  • ২২ জানুয়ারি ২০২৬