বিপিএল ও বিসিবির লোগো © সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সব ধরনের কার্যক্রম থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরও ক্রিকেটারদের অবস্থান নরম হয়নি। পরিচালক পদ থেকেই তার পূর্ণ পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচটিও স্থগিত করা হয়।
একইদিনে প্রথম ম্যাচও মাঠে গড়ায়নি। কোয়াবের ‘সব ধরনের ক্রিকেট বয়কট’ কর্মসূচির কারণে খেলোয়াড়রা মাঠে না নামায় বিপিএলের ঢাকা পর্ব কার্যত অচল হয়ে পড়ে। দর্শক থাকলেও মাঠে দেখা যায়নি কোনো ক্রিকেটারকে, যা বিপিএলের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।
এদিকে পরিস্থিতি সামাল দিতে রাত ৮টায় গুলশান অফিসে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে বৈঠক করবেন বিসিবি কর্তারা। বৈঠক শেষে বিপিএলের ভবিষ্যৎ এবং পরবর্তী করণীয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এদিকে এ পরিস্থিতির পেছনে মূল কারণ পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে কোয়াবের কঠোর অবস্থান। এর আগে, তামিম ইকবালকে ভারতের দালাল বলে ফেসবুকে সমালোচিত হন এবং বিশ্বকাপ না খেলার ক্ষেত্রে ক্রিকেটারদের ক্ষতিপূরণের বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি।
এ নিয়ে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলেছেন, একজন দায়িত্বরত বোর্ড পরিচালক কখনোই এভাবে কথা বলতে পারেন না। এম নাজমুল পদত্যাগ না করলে ক্রিকেটাররা কোনো খেলা খেলবেন না।