মেহেদী হাসান মিরাজ © সংগৃহীত
পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবি ও ক্রিকেটারদের ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ ক্রিকেট। এমন টানটান পরিস্থিতিতে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্পষ্ট ও কঠোর ভাষায় নিজের অবস্থান তুলে ধরেছেন। বোর্ডের ওই শীর্ষ কর্মকর্তার মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এমন বক্তব্য শুধু খেলোয়াড়দের জন্যই নয়, পুরো ক্রীড়াঙ্গনের জন্য চরম দুঃখজনক ও লজ্জাজনক।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কোয়াবের সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, আমরা সবসময় বলি বোর্ড আমাদের অভিভাবক। তারা এমন মন্তব্য করলে আমাদের জন্য দুঃখজনক।
তিনি আরও বলেন, বিভিন্ন সময় মাঠে কিংবা দর্শকদের সঙ্গে কথা বললে একটি কথা প্রায়ই শুনতে হয় ভালো না খেললে বলা হয়, ‘আমাদের টাকায়ই তো তোমরা চলছো।’ কিন্তু এই ধারণা পুরোপুরি ভুল।
তিনি বলেন, ‘আমরা যে টাকা আয় করি, বেশিরভাগ আইসিসি ও স্পন্সর থেকেই আসে। আজ বিসিবির যে টাকা আছে, বাংলাদেশের জার্সি পরে একটা ম্যাচও যে খেলেছে তারও এখানে অংশ আছে। প্রতিটি মানুষের কষ্টের বিনিময়ে আজকের বোর্ডের টাকা। এতে প্রত্যেক মানুষের হক আছে।’
মিরাজ আরও জোর দিয়ে বলেন, ‘মাঠে খেলা হচ্ছে বলেই বোর্ড ভালো জায়গায় আছে। খেলাই যদি না হয়, স্পন্সরও আসবে না, আইসিসি থেকে লভ্যাংশও আসবে না।’
নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ রাখতে চান না জানিয়ে মিরাজ বলেন, ‘এটা শুধু ব্যক্তিগত না। ক্রীড়াঙ্গনের জন্যই এটা লজ্জাজনক। উনি যে মন্তব্য করেছেন জানি না কীভাবে করেছেন বুঝে নাকি না বুঝে, আমার কাছে এটার ব্যাখ্যা নাই। তিনিই এটা ভালো জানেন। তার জায়গা থেকে এমন মন্তব্য করা ঠিক না। দায়িত্বে থেকে এমন মন্তব্য করা উচিত না।’
সমালোচনা প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করি ভালো খেলার জন্য। আমরা সবসময় সমালোচিত হই। পারফর্ম না করলে এমন খেলোয়াড় নেই, যার সমালোচনা হয়নি।’
প্রচলিত আরেকটি ভুল ধারণা প্রসঙ্গে মিরাজ স্পষ্ট করে বলেন, ‘অনেকের ধারণা সরকার থেকে আমরা টাকা পাই। না, আমরা মাঠে খেলেই সম্পূর্ণ টাকা পাই।’
তিনি আরও বলেন, ‘আমরা যে আয় করি, আমরাই সবচেয়ে বেশি আয়কর দেই, ২৫–৩০ শতাংশ সরকারকে টাকা দেই।’