আইসিসির লোগো © সংগৃহীত
শুরুর আগেই অস্বস্তিকর পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসর। মোস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি নিরাপত্তা ও রাজনৈতিক জটিলতা এখন বৈশ্বিক এই টুর্নামেন্টেও প্রভাব ফেলছে।
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে। তবে বর্তমান পরিস্থিতিতে বিসিবির চাওয়া তাদের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ায়। এ লক্ষ্যে রবিবার (৪ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু ভারতের বাইরে সরিয়ে নেওয়ার আবেদন জানানো হয়।
যদিও শুরুতেই কঠোর অবস্থানে যাওয়ার কথা ভেবেছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে বিশ্বকাপে ভেন্যু পরিবর্তনের উদ্যোগ নেয় বিসিবি। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়।
তবে এ অনুরোধ আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ হয়েই দাঁড়িয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, জয় শাহর নির্দেশনায় পরিস্থিতি সামাল দিতে বিকল্প সূচি তৈরির কাজও শুরু করেছে আইসিসি। তবে টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে ভেন্যু ও দলগুলোর আবাসন ব্যবস্থাপনা করা আইসিসির জন্য কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরে ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নেপাল ও ইতালি।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা বাংলাদেশের। একই ভেন্যুতে পরের দুই ম্যাচে টাইগারদের মুখোমুখি হওয়ার কথা ইংল্যান্ড ও ইতালির। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলার সূচি ছিল বাংলাদেশের।