শফিউল ইসলাম © সংগৃহীত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ পেসার শফিউল ইসলাম সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। গত রবিবার দিবাগত মাঝরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি এই কঠিন সিদ্ধান্তের কথা জানান।
সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে শফিউল তাঁর আবেগঘন বার্তা শেয়ার করেন। তিনি বলেন, আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে যাচ্ছি। আজ থেকে সকল ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল। এই দীর্ঘ পথচলায় পাশে থাকার জন্য আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আমার সকল সতীর্থ, কোচ এবং অগণিত ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা আর দোয়া ছাড়া আজকের শফিউল হওয়া সম্ভব ছিল না।'
মাঠের কোনো আচরণের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, 'ক্রিকেট মাঠে অনিচ্ছাকৃতভাবে যদি আমি কারো মনে কষ্ট দিয়ে থাকি বা কেউ যদি আমার ব্যবহারে মনোক্ষুণ্ণ হন, তবে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। নতুন জীবনে পদার্পণ করছি। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ক্রিকেটের সঙ্গে ছিলাম ও ক্রিকেটের সঙ্গেই থাকব। সবাইকে ধন্যবাদ।'
শফিউল ইসলাম সর্বশেষ ২০২০ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি তাঁর। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল গত বছরের মার্চে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। অবশেষে দেড় দশকেরও বেশি সময়ের পথচলা থামিয়ে নতুন জীবনে পা রাখলেন এই ডানহাতি পেসার।