সলিমুল্লাহ্ মুসলিম হল © ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ্ মুসলিম হলের অডিটোরিয়ামে ভারতের মাঠে সব ধরনের ক্রিকেট ম্যাচ সম্প্রচার ও দেখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন সংসদ নেতারা। শনিবার (০৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
বিজ্ঞপ্তিতে হল সংসদের ভিপি মো. জায়েদুল হক, জিএস সাদমান আব্দুল্লাহ, এজিএস শাহীন আলম, সাহিত্য সম্পাদক আল মামুন, সাংস্কৃতি সম্পাদক মো. তারেক হোসাইন ভূঁইয়া,পাঠ্যকক্ষ সম্পাদক জাহিদ হাসান, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক মো. ইফতি আবির জিমসহ হল সংসদের অন্যান্য নেতাদের স্বাক্ষর করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সলিমুল্লাহ মুসলিম হল সংসদ গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছে যে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পেস বোলার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ক্রিকেটের ন্যায্যতা, পেশাদারিত্ব ও খেলাধুলার চেতনাকে প্রশ্নবিদ্ধ করেছে।’
এতে আরও বলা হয়, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন অন্যায় আচরণের প্রতিবাদ স্বরূপ ভারতের মাটিতে যে কোন ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ করাকে পুনঃবিবেচনা করার জন্য বাংলাদেশে দায়িত্বরত ক্রীড়া কর্মকর্তাদের প্রতি অনুরোধ করছে। আজ থেকে অনির্দিষ্ট কাল পর্যন্ত সলিমুল্লাহ মুসলিম হল অডিটোরিয়ামে ভারতের যেকোন ম্যাচ টিভিতে দেখানো বন্ধ থাকবে এবং ভারতীয় ক্রীড়া সরঞ্জাম কেনার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে।’