মোস্তাফিজ ও বিসিবি লোগো © টিডিসি সম্পাদিত
আইপিএলের নতুন মৌসুম শুরুর আগেই বড় বিতর্কে কলকাতা নাইট রাইডার্স। ভারতের কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর লাগাতার হুমকি ও বিক্ষোভের পর মোস্তাফিজুর রহমানকে দলে না রাখার নির্দেশনা দেয় দেশটির ক্রিকেট বোর্ড। সেই নির্দেশ মেনেই ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা এই বাংলাদেশি তারকাকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা।
তবে কেকেআরের এই সিদ্ধান্তে ক্ষোভ বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থকই আইপিএল বয়কটের ডাক দিচ্ছেন। তাদের অভিযোগ, মাঠের খেলায় রাজনৈতিক চাপ ও সাম্প্রদায়িক ভাবনা ঢুকে পড়া খেলার চেতনাকেই প্রশ্নবিদ্ধ করছে। একইসঙ্গে এ ঘটনাকে নজিরবিহীনও বলছেন অনেকেই।
এদিকে মুস্তাফিজের জন্যও বিষয়টি অত্যন্ত সংবেদনশীল সময়ে এসেছে। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টে ভারতের মাটিতেই চারটি ম্যাচ খেলবে টাইগাররা। প্রশ্ন উঠছে, ভারত কেবল দ্য ফিজের নিরাপত্তা না দিতে পারলে পুরো বাংলাদেশের নিরাপত্তা কীভাবে দেবে! এক্ষেত্রে বিসিবির কঠোর অবস্থানের দাবিও তুলছেন ক্রীড়াপ্রেমীরা। গুঞ্জন আছে, বিসিবিও নাকি নিজেদের পক্ষ থেকে আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে কড়া বার্তাই দিয়েছে।
মুস্তাফিজের আইপিএল খেলতে না পারা নিয়ে সিলেটে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, রাত সাড়ে ৯টায় জরুরি সভার পর এ প্রসঙ্গে বিস্তারিত জানাবে বিসিবি।
বুলবুল বলেন, 'আমাদের কাছে যতটুকু তথ্য আছে আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই। আমরা আইসিসির অধীনে ইভেন্ট খেলি। আর মুস্তাফিজুর রহমানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল। এটুকু তথ্য আমাদের কাছে আছে। এরপর আনুষ্ঠানিক কোন বিবৃতি বা তথ্য আমরা পাইনি। পাওয়ার পরে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব।'