শামীম-সাব্বিরের লড়াইয়েও হারল ঢাকা

০১ জানুয়ারি ২০২৬, ০৫:০৯ PM
ঢাকা ক্যাপিটালসের দুই খেলোয়াড়

ঢাকা ক্যাপিটালসের দুই খেলোয়াড় © সংগৃহীত

অবিশ্বাস্য, দুর্দান্ত এক ম্যাচ জয়েই বিপিএলের চলতি আসরে শুরুটা হয়েছিল ঢাকা ক্যাপিটালসের। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসেই হোঁচট খেল রাজধানীর দলটি। সিলেট টাইটান্সের বিপক্ষে ইনিংসের শেষ বল পর্যন্ত লড়াই করেই নাটকীয় এই পরাজয়ে মাঠ ছেড়েছে তারা। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ১৭৩ রান। জবাবে ইনিংসের শেষ বলে ৭ রানের সমীকরণ মেলাতে পারেনি ঢাকা ক্যাপিটালস।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা। টপ-অর্ডারে কেবল উসমান খান ১৫ বলে ২১ রান করেছিলেন। বাকিদের সবাই ব্যর্থ, সাইফ, আকবরি, মিঠুন, নাসির ব্যাটিং ব্যর্থতায় পরাজয়ের শঙ্কা উঁকি দিয়েছিল।  

ষষ্ঠ উইকেটে হাল ধরেছিলেন শামীম পাটোয়ারি ও সাব্বির রহমান। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না, কেবলই ব্যবধান কমিয়েছে। এ যাত্রায় ১৯ বলে ২৩ রান করেছিলেন সাব্বির। 

কিন্তু একাই লড়াই জিইয়ে রেখেছিলেন শামীম। শেষ ওভারে ২৭ রান প্রয়োজন ছিল। কিন্তু নিজের প্রথম ৩ ওভারে রীতিমতো চমক দেখানো মোহাম্মদ আমির সেই ওভারে ২০ রান বিলিয়ে দেন। কিন্তু শেষ বলে ৭ রানের সমীকরণ মেলাতে পারেননি ঢাকার অলরাউন্ডার। শেষমেষ ৬ রানের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় রাজধানীর দলটিকে।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে আক্রমণাত্মক ভঙ্গি দেখালেও ৭ বলে ১১ রান করে আউট হন রনি তালুকদার। পরে ওয়ানডাউনে নেমে ৭ বলে ৬ রান করে দলীয় ২২ রানে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বিদায় নিলে চাপ বাড়ে সিলেটের ওপর।

তবে শুরুর ধাক্কা সামলে নেন পারভেজ ইমন ও সাইম আইয়ুব। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ইমন দ্রুত রান তুললেও অন্যপ্রান্তে বেশ সংযত ছিলেন সাইম। তবে মন্থর ইনিংসেই ফেরেন পাকিস্তানি ওপেনার সাইম, ৩৪ বলে করেন ২৯ রান। 

অন্যদিকে অল্পের জন্য অর্ধশতক হাতছাড়া করেন ইমন, দুটি করে চার-ছক্কায় ৩২ বলে ৪৪ রান করেন টপ-অর্ডার এই ব্যাটার। পরে ১৩ রান করে আফিফ ফিরলে শেষদিকে চাপের মুখে দায়িত্ব নেন আজমতউল্লাহ ওমরজাই। তাকে দারুণ সঙ্গ দেন ইথান ব্রুকস। 

১৫ রানে জীবন পাওয়া ওমরজাই ইনিংসের শেষ বলে চার হাঁকিয়ে ২৪ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন, চলতি আসরের দ্রুততম ফিফটি এটি। এতে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ১৭৩ রান।

জামায়াতের আরও এক প্রার্থীর মনোনয়ন বাতিল
  • ০৪ জানুয়ারি ২০২৬
ঢাবির ব্যবসায় ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
  • ০৪ জানুয়ারি ২০২৬
ঢাবির ব্যবসায় ইউনিটের ফল প্রকাশ, ৯০ শতাংশই ফেল
  • ০৪ জানুয়ারি ২০২৬
দুয়েকদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান: মির…
  • ০৪ জানুয়ারি ২০২৬
প্রতি রিফ্রেশেই ফলোয়ার হারাচ্ছে কলকাতা
  • ০৪ জানুয়ারি ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নেবে শিক্ষক, পদ ২৩, আবে…
  • ০৪ জানুয়ারি ২০২৬