বিপিএলের রেকর্ড বইয়ে পাকিস্তানি তারকা অলরাউন্ডার

২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ PM
ফাহিম আশরাফ

ফাহিম আশরাফ © সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পাওয়ার ঠিক পরের দিনই বিপিএলে আগুন ঝরালেন ফাহিম আশরাফ। পাকিস্তানি এই পেসারের বিধ্বংসী বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ৫ উইকেট শিকার করে রংপুর রাইডার্সের এই অলরাউন্ডার বিপিএলের রেকর্ড বইয়েও নিজের নাম তুলে নেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে মাত্র ৩ দশমিক ৫ ওভারে ১৭ রান খরচায় ৫ উইকেট নেন ফাহিম। এতে বিপিএলের ইতিহাসে এক ইনিংসে একাধিকবার পাঁচ উইকেট নেওয়া তৃতীয় পেসার হলেন তিনি। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ফরচুন বরিশালের হয়ে একই কীর্তি গড়েছিলেন ফাহিম। তখন মিরপুরে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৩ দশমিক ১ ওভারে মাত্র ৫ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।

ফাহিমের আগে বিপিএলে একাধিকবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি ছিল তাসকিন আহমেদ ও থিসারা পেরেরার। তাসকিন ২০১৬ সালে চিটাগং ভাইকিংসের হয়ে এবং ২০২৫ সালের জানুয়ারিতে দুর্বার রাজশাহীর হয়ে এই কীর্তি গড়েন। তবে মিরপুরে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নেওয়াই এখন পর্যন্ত বিপিএলের সেরা বোলিং ফিগার। 

অন্যদিকে ২০১৫ ও ২০১৯ সালে রংপুর রাইডার্স ও ঢাকা প্লাটুনের হয়ে ইনিংসে পাঁচ উইকেট নেন থিসারা পেরেরা।

এদিন টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। শুরুটা ভালোই করেছিল চট্টগ্রাম রয়্যালস। ৪ দশমিক ৪ ওভারে তাদের সংগ্রহ ছিল ১ উইকেটে ৪৫ রান। তবে পঞ্চম ওভারের পঞ্চম বলে ২০ বলে ৩৯ রান করা মোহাম্মদ নাঈম শেখকে বোল্ড করে ইনিংসে ধস নামান মোস্তাফিজুর রহমান। এরপর মিডল অর্ডার ও টেলএন্ড দ্রুত গুটিয়ে দেওয়ার দায়িত্ব নেন ফাহিম আশরাফ। মাহফিজুল ইসলাম, মাসুদ গুরবাজ, শেখ মেহেদি হাসান, আবু হায়দার রনি ও শরিফুল ইসলাম—এই পাঁচ ব্যাটারকে ফিরিয়ে চট্টগ্রামকে ১৭ দশমিক ৫ ওভারে মাত্র ১০২ রানেই অলআউট করে দেন এই পাকিস্তানি তারকা।

চেহারায় আমূল পরিবর্তন, জন আব্রাহামের স্বাস্থ্য নিয়ে উদ্বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ফ্যাক্ট বিএনপির চেয়ারম্যান, কম যান না ডা. খালিদুজ্জামানও
  • ২৯ জানুয়ারি ২০২৬
সড়ক ও জনপথ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৮৮, আবেদন এইচএসসি-এসএসসি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
কুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, মানতে হবে যেসব নির্দেশ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত
  • ২৯ জানুয়ারি ২০২৬
আমরা শান্তি চাই, ঝগড়া চাই না: তারেক রহমান
  • ২৯ জানুয়ারি ২০২৬