উইকেট নিয়ে উদ্ভুত মূল্যায়ন অঙ্কনের

অঙ্কন
অঙ্কন  © সংগৃহীত

বিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচটি নোয়াখালী এক্সপ্রেস ও সিলেট টাইটান্সের মধ্যেই দেখা গেছে। শেষ বল পর্যন্ত গড়ানো নাটকীয় এই লড়াইয়ে ১ উইকেটের অবিশ্বাস্য জয় পায় সিলেট।

আগে ব্যাট করে নোয়াখালী সংগ্রহ করে ১৪৩ রান। মাহিদুল ইসলাম অঙ্কনের ফিফটি ও জাকের আলী অনিকের ১৭ বলে ২৯ রানেই মূলত লড়াইয়ের পুঁজি পায় তারা। জবাবে সিলেট ভালো অবস্থানে থাকলেও ১৮তম ওভারে মেহেদী হাসান রানার হ্যাটট্রিক ম্যাচে উত্তেজনা বাড়ায়। শেষ ওভারে ১৩ রান দরকার ছিল সিলেটের, আর শেষ বলে ১ রান নিয়ে জয়ের উল্লাসে মাতে তারা। টানা দুই ম্যাচ হেরে হতাশ নোয়াখালী, স্বাভাবিকভাবে ম্যাচ শেষে লো স্কোরিংয়ের কারণে উইকেট নিয়েও আলোচনা হয়।

এ নিয়ে সংবাদ সম্মেলনে নোয়াখালীর ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন জানালেন, ‘উইকেট কঠিন থাকলেই তো লো স্কোরিং ম্যাচ হয়। আজকে, গতকাল সেইম উইকেটেই খেলা হয়েছে। আজকে দুপুরের ম্যাচে ১৩০ রান চেইজ হতেও কঠিন হয়েছে। আমরা সবাই জানতাম ইউজড উইকেট, একটু চ্যালেঞ্জিং হবে। বোলাররা অনেক ভালো করেছে। শুরুতে উইকেট পেয়েছে। আমাদের প্ল্যান ছিল এরকম একটা খেলা হবে, এমন রানই ডিফেন্ড করতে হবে।’ 

একজন বোলার কম থাকা প্রসঙ্গে অঙ্কনের ব্যাখ্যা, ‘বোলার কম (শর্ট) বলতে আমাদের বাঁহাতি স্পিনার ছিল। ওদের অনেক বাঁহাতি ব্যাটার ছিল দেখে সে হয়ত মাঝে বল করতে পারেনি। এ কারণে কম (শর্ট), অন্য কারণে না।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!