নোয়াখালী এক্সপ্রেসে আরেক তারকা ব্যাটার

২২ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ PM
নোয়াখালী এক্সপ্রেস লোগো

নোয়াখালী এক্সপ্রেস লোগো © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। নবাগত ফ্র্যাঞ্চাইজি হলেও নিলামের পর থেকে একের পর এক চমক দেখিয়ে আসছে দলটি। কয়েকদিন আগে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবিকে দলে ভেড়ায় তারা। এবার আফগানিস্তানের বিধ্বংসী ব্যাটার সেদিকউল্লাহ আতালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। 

আফগানিস্তানের হয়ে একটি টেস্ট, ১২টি ওয়ানডে এবং ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৪ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও খেলেছেন। এ ছাড়া বিশ্বের অন্যান্য শীর্ষস্থানীয় ফ্র্যাঞ্চাইজি লিগেও তাকে খেলতে দেখা গেছে।

তাকে স্বাগত জানিয়ে ফেসবুকে নোয়াখালী এক্সপ্রেস লিখেছে, 'কাবুল থেকে নোয়াখালী। তরুণ আফগান ওপেনার সেদিকউল্লাহ আতাল যোগ দিলেন নোয়াখালী এক্সপ্রেসে। নোয়াখাইল্লারা, খুশি নি?'

এদিকে নোয়াখালীর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন। এ ছাড়া স্কোয়াডে আছেন হাসান মাহমুদ, সৌম্য সরকার, জাকের আলী, হাবিবুর রহমান সোহানরা। আর বিদেশিদের মধ্যে কুশল মেন্ডিস, জনসন চার্লস ও মোহাম্মদ নবীর মতো নামও রয়েছে।

সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে এবারের আসর। একইদিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। পরদিন দুপুর ১টায় মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স। একইদিনে সন্ধ্যা ৬টায় সিলেট টাইটান্স মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেসের।

ঘরোয়া এই টুর্নামেন্ট সিলেটে শুরু হয়ে চট্টগ্রাম ঘুরে শেষ পর্বে ঢাকায় ফিরবে বিপিএল। সিলেট ও চট্টগ্রামে ১২টি করে এবং ঢাকায় এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ১৯ জানুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি এবং ফাইনাল ২৩ জানুয়ারি। সব নকআউট ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

একনজরে নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড: হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, সেদিকউল্লাহ আতাল, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মাজ সাদাকাত, জহির খান, মোহাম্মদ নবী, ইবরার আহমেদ, বিলাল সামি। 

নির্বাচন পর্যবেক্ষণে আসছে যুক্তরাষ্ট্রের দুই সংস্থা
  • ১৬ জানুয়ারি ২০২৬
কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে বার্সেলোনা
  • ১৬ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য সংক্রান্ত অনুসন্ধানে গুগলে দেখা যাবে না এআই ওভারভ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
আজ দেশব্যাপী বিক্ষোভ করবে ইনকিলাব মঞ্চ
  • ১৬ জানুয়ারি ২০২৬
জোটে যেসব আসন পেল বাংলাদেশ খেলাফত মজলিস
  • ১৬ জানুয়ারি ২০২৬
কোয়াব সভাপতি মিঠুনকে হত্যার হুমকির অভিযোগ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9