রংপুরকে হারিয়ে বিপিএলের প্রস্তুতি সারল রাজশাহী

২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ PM , আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ PM
রাজশাহী ওয়ারিয়র্সের দুই খেলোয়াড়

রাজশাহী ওয়ারিয়র্সের দুই খেলোয়াড় © সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর। আগামী ২৬ ডিসেম্বর থেকে একটি কুড়ি দুটি পাতার দেশে পর্দা উঠছে ঘরোয়া এই টুর্নামেন্টের। তবে এর আগেই যেন বিপিএল ঝলক দেখলেন ক্রীড়াপ্রেমীরা। যেখানে ইফতিখার ইফতির হাফ-সেঞ্চুরিতে ভালো শুরু পেলেও রংপুর রাইডার্সের লাগাম টেনে ধরেন আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মণ্ডল। পরে লক্ষ্য তাড়ায় তানজিদ তামিম ও জিসান আলমের ব্যাটে ভালো শুরু পেয়েছিল রাজশাহী ওয়ারিয়র্সও। মাঝে চাপে পড়লেও শেষমেষ শান্ত ও আকবরের ব্যাটে ৫ উইকেটের জয়ে রংপুরকে হারিয়ে বিপিএলের প্রস্তুতিটা ভালোভাবেই সারল রাজশাহী।

১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহীকে দারুণ সূচনা এনে দেন ওপেনার তানজিদ ও জিসান। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৪৪ রান। ইনিংসের পঞ্চম ওভারে আব্দুল হালিমের বলে ৯ বলে ১৩ রান করা জিসান আউট হলে ভাঙে জুটি। 

শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করলেও পরে সাবধানী হন তানজিদ। তবে পাওয়ার প্লে শেষে তিনিও ফেরেন ২২ বলে ৩১ রান করে। ইয়াসির আলী রাব্বি ও এসএম মেহেরবও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। পরে দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩২ বলে ৩৪ রান করেন শান্ত। শেষদিকে ২১ বলে ২৫ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আকবর। অন্যদিকে রংপুরের হয়ে দুটি উইকেট নেন আব্দুল হালিম।

যদিও বিপিএলের প্রস্তুতি মঞ্চে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি রংপুর। দ্বিতীয় ওভারে আনিসুল ইসলাম ইমন আউট হন। এরপর ইফতিখার ও তাওহীদ হৃদয় ৫৬ রানের জুটি গড়েন। হৃদয় ১৯ বলে ২৬ রান করে ফিরলেও ইফতিখার তুলে নেন ফিফটি। ৪৫ বলে ৫৮ রান করা এই ব্যাটার পঞ্চাশের পর আউট হন। 

শেষদিকে সোহান ও মৃত্যুঞ্জয় রান বাড়াতে ব্যর্থ হন। এতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করে রংপুর। রাজশাহীর হয়ে রিপন ও সাকলাইন দুটি করে উইকেট শিকার করেন।

নির্বাচন পর্যবেক্ষণে আসছে যুক্তরাষ্ট্রের দুই সংস্থা
  • ১৬ জানুয়ারি ২০২৬
কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে বার্সেলোনা
  • ১৬ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য সংক্রান্ত অনুসন্ধানে গুগলে দেখা যাবে না এআই ওভারভ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
আজ দেশব্যাপী বিক্ষোভ করবে ইনকিলাব মঞ্চ
  • ১৬ জানুয়ারি ২০২৬
জোটে যেসব আসন পেল বাংলাদেশ খেলাফত মজলিস
  • ১৬ জানুয়ারি ২০২৬
কোয়াব সভাপতি মিঠুনকে হত্যার হুমকির অভিযোগ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9