বিপিএলে অধিনায়ক কে, জানাল রাজশাহী ওয়ারিয়র্স

রাজশাহী ওয়ারিয়র্স
রাজশাহী ওয়ারিয়র্স   © রাজশাহী ওয়ারিয়র্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলবেন নাজমুল হোসেন শান্ত। ঘরোয়া এই টুর্নামেন্টে নবাগত এই ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্বের গুরুদায়িত্বও সামলাবেন তিনিই। সোমবার (২২ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী।

নিজেদের ফেসবুক পেজে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, ‘নাজমুল হোসেন শান্ত রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। তার শক্তিশালী নেতৃত্বে রাজশাহী আত্মবিশ্বাস, শৃঙ্খলা নিয়ে জয়ের লক্ষ্যে সামনে এগিয়ে যাবে।’

এদিকে রাজশাহীর স্কোয়াডে শান্ত ছাড়াও মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারও আছেন। এর পাশাপাশি আকবর আলীর মতো যুব বিশ্বকাপজয়ী অধিনায়ককেও দেখা যাবে দলটির জার্সি গাঁয়ে জড়াতে। তাদেরকে দূরে ঢেলে জাতীয় দলের টেস্ট অধিনায়কের ওপরই আস্থা রেখে রাজশাহীর টিম ম্যানেজমেন্ট। মূলত এমন পরিকল্পনাতেই বিপিএল নিলামের আগে টপ-অর্ডার এই ব্যাটারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল তারা।

রাজশাহী ওয়ারিয়র্স স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নওয়াজ, শাহিবজাদা ফারহান, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, রিপন মণ্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আবদুল গাফফার সাকলাইন, এস এম মেহেরব হোসেন, রবিউল ইসলাম, ওয়াসী সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখাইর এইচ শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খান, জিমি নিশাম।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!