‘কোটিপতি’ নাঈমের ঝড়ে মিরাজদের কাছে হারল শান্তরা
- ক্রীড়া প্রতিবেদক
- প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ PM
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরকে সামনে রেখে অনুষ্ঠিত নিলামে মোহাম্মদ নাঈম শেখের এক কোটি ১০ লাখ টাকায় বিক্রি হওয়া নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। তবে এবার ব্যাট হাতেই সব সমালোচনার জবাব দিলেন এই ওপেনার। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রদর্শনী ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলে নিজের সামর্থ্যের প্রমাণ দেন নাঈম।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কোয়াব আয়োজিত বিশেষ ম্যাচে নাঈমের ঝোড়ো ব্যাটিংয়ে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন ‘অদম্য’ দল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ‘অপরাজেয়’ দলকে ৩ উইকেটে হারায়।
১০ চার ও ৩ ছক্কায় মাত্র ৪৪ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংসেই পার্থক্য গড়ে দেন নাঈম। তার এই ইনিংসে ৪ বল বাকি থাকতেই শান্তদের ছুঁড়ে দেওয়া ১৬৭ রানের লক্ষ্য পেরিয়ে যায় মিরাজের নেতৃত্বাধীন অদম্য দল।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি শান্তদের। ৬ বল খেলে কোনো রান না করেই ফেরেন পারভেজ হোসেন ইমন। তবে অপর প্রান্তে অদম্যর বোলারদের ওপর চড়াও হয়ে ২২ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন জিসান আলম।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ২৬ বলে ৩০ রান। নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ১৭ বলে ১৪ রান। এছাড়া জাকের আলী অনিক ১৩ বলে ২৩ এবং আব্দুল গাফফার সাকলাইন ৯ বলে ১৭ রানের ক্যামিও খেলেন।
অদম্যর হয়ে বল হাতে ৩টি করে উইকেট নেন শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
লক্ষ্য তাড়ায় অদম্যর ভরসা হয়ে ওঠেন নাঈম। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৯ চার ও ১ ছক্কায় মাত্র ২৭ বলেই ফিফটি ছুঁয়ে ফেলেন তিনি। আগ্রাসী ভঙ্গিতে খেলতে খেলতে সেঞ্চুরির আভাস দিলেও রিপন মন্ডলের বলে বোল্ড হয়ে থামতে হয় তাকে।
নাঈমের বিদায়ের পর তাওহীদ হৃদয় ১৭ বলে ২৫ রান, আফিফ হোসেন ধ্রুব ১১ বলে ১৮ রান ও মেহেদী হাসান মিরাজের ১০ বলে ১৪ রানের দায়িত্বশীল ইনিংস দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
অপরদিকে বল হাতে উজ্জ্বল ছিলেন রিপন মন্ডল, ৪ ওভারে ২৮ রানে নেন ৩ উইকেট। বাঁহাতি স্পিনার রকিবুল হাসানও ২১ রানে ২ উইকেট তুলে নেন।