মুশফিককে দলে নেওয়ার কারণ জানালেন শান্ত
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ AM
প্রায় এক দশকেরও বেশি সময় পর রবিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলাম। এ নিলামে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে দলে ভেড়ায় রাজশাহী ওয়ারিয়র্স।
দলটির সঙ্গে আগেই সরাসরি চুক্তিতে যুক্ত হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। নিলাম শেষে তিনি জানান, তার মতো অভিজ্ঞ ক্রিকেটারকে দলে নেওয়ার বিষয়টি ছিল টিম ম্যানেজমেন্টের যৌথ সিদ্ধান্ত।
এ ব্যাপারে শান্ত বলেন, ‘আমাদের এত বড় খেলোয়াড়, যিনি এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে সেবা দিয়েছেন। তাকে দলে নেওয়ার ইচ্ছা অবশ্যই ছিল। টিম ম্যানেজমেন্ট, কোচ ও মালিক সবার সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই আমরা মুশফিক ভাইকে দলে নিয়েছি। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় এবং আমি মনে করি তিনি আমাদের দলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’
নিলামের প্রথম ডাকে দল না পেয়ে আলোচনায় ছিলেন কিছুদিন আগেই শততম টেস্ট খেলা মুশফিক। তবে দ্বিতীয় দফায় দাম কমানো হয়নি তার; ‘বি’ ক্যাটাগরির মূল্যমূল্য ৩৫ লাখ টাকাই বজায় রেখে মুশফিককে দলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স।
আরও পড়ুন : বিপিএলের নিলাম থেকে বিজয়-সৈকতদের বাদ দেবার ব্যাখ্যায় যা বললেন মার্শাল
শান্ত বললেন, ‘আমার মনে হয়, এটা সত্যিই খুব ভালো সিদ্ধান্ত। অবশ্যই সম্মান দেওয়া উচিত। আর বিসিবি ও রংপুর দলের কথা বিশেষভাবে বলতে চাই, কারণ এই বার্তাটি (ক্যাটাগরি অবনমন না করা) প্রথমে রংপুর থেকেই এসেছে। তাই রংপুরকে ধন্যবাদ। আমার কাছে মনে হয়, এটা খুব ভালো একটি সিদ্ধান্ত ছিল।’
রাজশাহীতে স্থানীয় ক্রিকেটারদের নিয়েও সন্তোষ প্রকাশ করেন জাতীয় দলের এই তারকা, ‘আমি স্থানীয় যেসব খেলোয়াড় পেয়েছি আলহামদুলিল্লাহ, আমরা তাতে খুশি। আপনি যদি সবার সাম্প্রতিক পারফরম্যান্স দেখেন, বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে, তাহলে দেখবেন যে এরা সবাই বেশ ভালো পারফর্মার। আশা করি, তারা বিপিএলেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।’
একনজরে রাজশাহী ওয়ারিয়র্সের স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, রিপন মন্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আবদুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হোসেন, রবিউল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখির এইচ শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খান।