এবার ঢাকা ক্যাপিটালসের সঙ্গে নেই শাকিব খান

৩০ নভেম্বর ২০২৫, ০৪:০০ PM
শাকিব খান

শাকিব খান © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে প্রথমবারের মতো অংশ নেয় ঢাকা ক্যাপিটালস। মাঠের ক্রিকেটের পাশাপাশি এর মালিকানায় থাকা ঢালিউড সুপারস্টার শাকিব খানকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রাজধানীর দলটি। একইসঙ্গে শোবিজ অঙ্গনের সবচেয়ে বড় তারকার উপস্থিতি দলটিকে আলাদা পরিচিতি এনে দিয়েছিল। 

তবে আসন্ন মৌসুমে সেই চিত্র বদলে যাচ্ছে। বিপিএলের দ্বাদশ আসরের জন্য আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ঢাকা ক্যাপিটালস, কিন্তু এবার তাদের যাত্রায় থাকছেন না শাকিব খান। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানায়নি দলটি। সবমিলিয়ে এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে দেখা যাবে নতুন ব্যবস্থাপনায়, শোবিজ তারকার ছত্রছায়া ছাড়াই পুরোপুরি ক্রিকেটকেন্দ্রিক পরিকল্পনা নিয়ে এগোতে চাচ্ছে ঢাকার দলটি।

এদিকে রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে আজ (৩০ নভেম্বর) বিকেল ৪টায় বসছে ঘরোয়া এই টুর্নামেন্টের ১২তম আসরের নিলাম। প্রায় ১২ বছর পর বিপিএলে নিলাম অনুষ্ঠিত হবে। এর আগে, প্রথম দুই আসর ২০১২ ও ২০১৩ সালে নিলাম আয়োজন করা হয়েছিল। এবারের নিলামটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইউটিউব চ্যানেলেও লাইভ স্ট্রিমিং দেখা যাবে।

আসন্ন আসরে মোট ছয়টির দল অংশ নেবে। তবে প্রথমে জানানো হয়েছিল পাঁচ দলকে নিয়ে বিপিএলের ১২তম আসর আয়োজন করা হবে। নতুন দল হিসেবে বিপিএলে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। পুরাতন দল হিসেবে আছে দীর্ঘদিন ধরে খেলা রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। 

ইতোমধ্যে নিলামের জন্য স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে বিপিএল গর্ভনিং কাউন্সিল।

বিপিএল গর্ভনিং কাউন্সিলের নিয়মনুসারে নিলামের আগে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দু’জন করে বাংলাদেশি এবং এক বা দু’জন করে বিদেশি খেলোয়াড় দলে নিতে পারবে। ইতোমধ্যে সরাসরি চুক্তিতে কিছু খেলোয়াড় দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। 

নিলাম দুই ধাপে পরিচালিত হবে। স্থানীয় খেলোয়াড় দিয়ে শুরু হবে নিলাম। এরপর বিদেশি খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে। 

নিলাম থেকে প্রতি দল অন্তত ১২ জন ও সর্বোচ্চ ১৪জন খেলোয়াড় নিতে পারবে। ৪.৫ কোটি টাকার বাজেটের মধ্যে দু’টি সরাসরি চুক্তিসহ মোট ১৬ জন খেলোয়াড় নিবন্ধন করতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। খেলোয়াড়দের তিনটি কিস্তিতে টাকা দেওয়া হবে। স্বাক্ষর করার পরে ২৫ শতাংশ, দলের শেষ লিগ ম্যাচের আগে ৫৫ শতাংশ এবং টুর্নামেন্ট শেষ হবার ৩০ দিনের মধ্যে বাকি ২০ শতাংশ। সব লেনদেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর বিধি মেনে হবে।

নিলাম শেষ হবার ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত স্কোয়াড তালিকা জমা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। 

পুকুরে মুখ ধুতে গিয়ে প্রাণ গেল ৩ বছরের হুমায়রার
  • ২১ জানুয়ারি ২০২৬
আজ প্রধান উপদেষ্টার হাতে নতুন বেতন কাঠামোর প্রতিবেদন দিবে প…
  • ২১ জানুয়ারি ২০২৬
গাজার ‘বোর্ড অব পিস’ এ পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প
  • ২১ জানুয়ারি ২০২৬
ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ সফল হলে দেশের নাম ইতিহাসে লেখা হব…
  • ২১ জানুয়ারি ২০২৬
যেসব জেলায় বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9