মুশফিককে শততম টেস্ট রাঙাতে দিতে চান না আইরিশ কোচ

১৭ নভেম্বর ২০২৫, ০৫:৪০ PM
মুশফিকুর  রহিম ও মালান

মুশফিকুর রহিম ও মালান © টিডিসি সম্পাদিত

সিলেট টেস্টে আয়ারল্যান্ড যেন পাত্তাই পায়নি। এবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের মাঠে নামার অপেক্ষায় তারা। এ যেন নতুন এক চ্যালেঞ্জ। অবশ্য, এই ম্যাচটি শুধুই দুই দলের লড়াই নয়, এটি মুশফিকুর রহিমের শততম টেস্ট, সাদা পোশাকের সেই দীর্ঘ যাত্রার এক যুগান্তকারী অধ্যায়। মুশফিকের এই অসাধারণ কৃতিত্বকে সম্মান জানালেও, আয়ারল্যান্ডের প্রধান কোচ হেনরিখ মালান চান না, যেন তার ব্যাটের স্পর্শ বাংলাদেশকে বড় রানের স্বপ্ন দেখাতে পারে।

এদিকে টেস্ট র‍্যাংকিংয়ের তালিকায় বাংলাদেশের অবস্থান নয় নম্বরে, ২৭ ম্যাচে রেটিং ৬১। আর আয়ারল্যান্ড ১০ নম্বরে, রেটিং মাত্র ৩০।

এরই মধ্যে টেস্ট ইতিহাসের গৌরবময় ২৫ বছর পূর্ণ হয়েছে বাংলাদেশের, তবে টেস্ট যাত্রায় এখনও নবীন আইরিশরা। ২০১৭ সালে স্ট্যাটাস পাওয়া এই দল এখন পর্যন্ত খেলেছে ১১টি টেস্ট, তার মধ্যে জয় মাত্র তিনটিতে, হার ৮টিতে।

অন্যদিকে মুশফিকের গল্প একটু ভিন্ন। দলের সঙ্গে শুরুতেই ছিলেন না তিনি, কিন্তু ২০০৫ সাল থেকে সাদা পোশাকে দেশের হয়ে তিনি খেলছেন এক অবিরাম যাত্রা। লর্ডসে অভিষেকের পর থেকে তার ব্যাটে এসেছে ৬ হাজার ৩৫১ রান।

মুশির প্রশংসায় মালান বলেন, 'দেশের জন্য ১০০টি টেস্ট ম্যাচ খেলা একটি বিশাল অর্জন। আমরা মাত্র ১০টি টেস্ট খেলেছি। তাই, এটা ধৈর্যের একটা চিত্র তুলে ধরে। এর পেছনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে। আপনি যদি যোগ করেন, তাহলে প্রায় চার-পাঁচশ ওয়ার্ম-আপ হবে যা সে এই সময়ে করেছে।'

তিনি যোগ করেন, 'তাই, আমাদের জন্য এটাই বোঝা যে টেস্ট ক্রিকেট একটা কঠোর পরিশ্রমের খেলা, এবং আশা করি এই পাঁচ দিন সে ভালো না খেলুক। তবে ১০০তম টেস্ট খেলার জন্য তাকে অভিনন্দন।'

এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৯৯টি টেস্ট খেলে মুশফিকুর রহিম সাজিয়েছেন ২৭টি হাফ সেঞ্চুরি এবং ১২টি সেঞ্চুরি। তার অনুশীলনে দেখা যায় এক অদম্য পেশাদারিত্ব, যা দেশের ক্রিকেট মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই পেশাদারিত্বই বিশেষভাবে নজর কাড়েছে আয়ারল্যান্ডের কোচ হেনরিখ মালানের।

আয়ারল্যান্ডের কোচ আরো বলেন, 'আমি মনে করি তার পেশাদারিত্ব (এতদিন ধরে খেলে আসার কারণ)। আমি ভোরে উঠি এবং প্রতিদিন সকালে হোটেলে তাকে সকাল ৬টা ৪৫ মিনিটে মুশফিককে নাস্তা করতে দেখি।'

আইরিশ কোচ বলেন, 'তারপর সে সবার আগে বাসে ওঠে, মাঠে যায় এবং অন্য খেলোয়াড়রা আসার আগেই সে তার ওয়ার্ম-আপ, স্ট্রেচিং, এবং ব্যাটিং অনুশীলন করে।'

বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি
  • ১৭ জানুয়ারি ২০২৬
সিসিইউতে মাহমুদুর রহমান মান্না
  • ১৭ জানুয়ারি ২০২৬
ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পে স্কেলের জন্য অর্থ সংস্থান সরকারের, সংশোধিত বাজেটে বাড়ল ব…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ফের ইসলামী আন্দোলনের সাথে বসতে পারে ১০ দল?
  • ১৭ জানুয়ারি ২০২৬
রিইউনিয়নে এসে না ফেরার দেশে বাকৃবির প্রাক্তন শিক্ষার্থী
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9