সই ‘জাল’ করে অনিয়মের অভিযোগ, দাবি সেই রিয়ার
- স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ PM
নারী ক্রিকেটে অনিয়মের অভিযোগ তুলে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পাঠানো একটি চিঠির ভিত্তিতে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দলের নির্বাচনপ্রক্রিয়া নিয়ে বিসিবির কাছে ব্যাখ্যা চেয়েছিল সংস্থাটি। জবাবে বিসিবি তাদের জানায়, তদন্ত করে তারা কোনো অনিয়মের প্রমাণ পায়নি।
কিন্তু যার নামে অভিযোগপত্র জমা পড়েছে বলে এনএসসি বিসিবিকে জানিয়েছিল, সেই ক্রিকেটার রিয়া আক্তারই আজ জানালেন, এমন কোনো চিঠি দেননি তিনি। বরং তার নামে পাঠানো সেই চিঠিতে থাকা স্বাক্ষরও নকল।
এ নিয়ে গণমাধ্যমে রিয়ার ভাষ্য, ‘এ রকম কোনো চিঠি আমি দিইনি। চিঠিতে যে স্বাক্ষর, সেটিও আমার নয়। আমার স্বাক্ষর নকল করে কেউ আমার নামে চিঠিটা দিয়েছে।’
চিঠিটা তাহলে কার দেওয়া, এমন প্রশ্নে রিয়া বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না। এটা তো আমারও প্রশ্ন।’
ফেসবুক পোস্ট প্রসঙ্গে রিয়া বলেন, ‘এটা আমার অ্যাকাউন্ট থেকে দেওয়া, বিষয়টা পরিষ্কার করার জন্য আমি নিজেই পোস্টটা করেছি। ওই চিঠি আমার নয়।’
স্ট্যাটাসে রিয়া লিখেছেন, ‘বেশ কিছুদিন ধরে আমাকে অনেকেই এই চিঠির বিষয়ে জিজ্ঞাসা করেছেন, তাদেরকে পূর্বেও বলেছি, এই চিঠি আমি প্রদান করিনি, আজকে সবার উদ্দেশে আমি এই বিষয়টা পরিষ্কার করে বলতে চাই যে জাতীয় ক্রীড়া পরিষদে আমি এমন কোনো চিঠি প্রদান করিনি। এখানে ব্যবহৃত আমার স্বাক্ষরটাও নকল করা হয়েছে। প্রাতিষ্ঠানিক কাজে ব্যবহৃত আমার যে স্বাক্ষর আছে, সেটা সংযুক্ত করে দিয়েছি।’ একইসঙ্গে ফেসবুক পোস্টে আলোচিত সেই চিঠির সঙ্গে নিজের আসল স্বাক্ষরের নমুনাও প্রমাণ হিসেবে যুক্ত করেন রিয়া।
এর আগে শনিবার বিসিবির বিবৃতিতে বলা হয়, ‘পর্যালোচনার ভিত্তিতে বিসিবি নিশ্চিত করছে যে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের নির্বাচনপ্রক্রিয়ায় কোনো অনিয়ম পাওয়া যায়নি।’