ছন্দে থেকেও এশিয়া কাপের দলে জায়গা হলো না রবিনের

০৪ নভেম্বর ২০২৫, ০৯:৫১ PM
মাহফিজুল হক রবিন

মাহফিজুল হক রবিন © সংগৃহীত

চলতি মাসেই ইমার্জিং এশিয়া কাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টটি সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই দলে জায়গা পাননি সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা মাহফিজুল হক রবিন। তার বাদ পড়া অনেকের কাছেই অপ্রত্যাশিত বলে মনে হয়েছে।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেও রবিনকে দলে রাখা হয়নি। সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে তিনি ১৩৯ স্ট্রাইকরেটে ১৯৪ রান করেছিলেন। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘এ’ দলের হয়েও করেছিলেন সেঞ্চুরি। চলমান এনসিএলের দ্বিতীয় রাউন্ডেও পেয়েছেন আরেকটি সেঞ্চুরি, সব মিলিয়ে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি।

অন্যদিকে, ঘোষিত দলে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার জাওয়াদ আবরার ও লেগ স্পিনার স্বাধীন ইসলাম। যুব দলের হয়ে খেলার অভিজ্ঞতা নিয়েই ‘এ’ দলে ডাক পাওয়া এই দুই তরুণের অন্তর্ভুক্তি অনেকের কাছেই চমক হিসেবে এসেছে।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘চারজন দৌড়ালে এখানে সবাই প্রথম হবে না। কেউ কেউ ক্লোজ থাকে রবিন স্ট্যান্ডবাই তালিকায় রয়েছে। স্ট্যান্ডবাই তালিকায় থাকা মানে খুব কাছেই রয়েছে দলের।’

তিনি আরও বলেন, ‘শুধু রবিন না যারাই পারফরম্যান্স করছে সবার দিকে চোখ রয়েছে, নজর রয়েছে, কেউ হারিয়ে যাবে না। একটা পজিশনের জন্য তো আসলে আমি অধিক কাউকে নিতে পারি না। আমার কাছে মনে হয়েছে টি-টোয়েন্টির জন্য যাদের নিয়েছি তারা স্ট্রাইকরেট বা অন্যান্য দিক থেকে ভালো চয়েজ।’

ভবিষ্যতে সুযোগ থাকছে জানিয়ে লিপু বলেন, ‘সাদা বলে আরো ভালো পারফর্ম করলে অবশ্যই সে সুযোগ পাবে। যখন যে ফরম্যাটে খেলবে তখন তাকে সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু খেলতে হবে। লাল বলের জন্য তো আমি সাদা বলে নিব না বা সাদা বলের জন্য তো কাউকে লাল বলে নিব না।’

প্রধান নির্বাচকের ব্যাখ্যা, ‘সে হয়তো যা করেছে তার জন্য এই তিনজনের (ওপেনার) ভিতরে আসতে পারেনি। আরেকটু ভালো করলে হয়তো এখানে না হলে অন্য জায়গায় থাকবে শুধু এ টিমে থাকবে এমন না, তার থেকেও বড় দলে থাকবে।’

জাওয়াদ আবরারকে নেয়ার কারণ জানিয়ে লিপু বলেন, ‘তার ব্যাটিংকে আর একটু ভালো চ্যালেঞ্জে ফেলানোর জন্য নিয়ে এসেছি। মানে বড় চ্যালেঞ্জের জন্য আসলে, সামনে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলতে যাবে দুবাইতে এশিয়া কাপ। সে  আফ্রিকা, শ্রীলঙ্কাসহ কয়েকটা সিরিজে রান করেছে, দেখি আরেকটু বেটার দলের সাথে এখানে কি করতে পারে। তার কিছু প্রতিভা নিশ্চয়ই রয়েছে যে কারণে নজর পড়েছে।’

সর্বোচ্চ দল নিয়ে বুধবার শুরু হচ্ছে ১৬তম জাতীয় আরচ্যারী চ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
সুজুকি মোটরবাইক প্রেসিডেন্ট কাপ ফেন্সিংয়ে যুগ্ম চ্যাম্পিয়ন …
  • ২০ জানুয়ারি ২০২৬
ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতির আওতায় আসছে রাজধানীর বাস
  • ২০ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচনের স্থগিতাদেশ গণতান্ত্রিক অধিকার হরণ ও স্বৈরা…
  • ২০ জানুয়ারি ২০২৬
প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার
  • ২০ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9