বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডে পরিবর্তন আনল ওয়েস্ট ইন্ডিজ
- ক্রীড়া প্রতিবেদক
- প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৬:২১ PM
বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের স্কোয়াডে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের বাকি দুই ম্যাচে স্পিন শক্তি বাড়াতে বাঁহাতি স্পিনার আকিল হোসেন ও রামন সিমন্ডসকে দলে নেওয়া হয়েছে।
মিরপুরে প্রথম ম্যাচে স্পিনাররা যে বাড়তি সহায়তা পেয়েছেন, তা পরবর্তী দুই ম্যাচেও থাকবে বলে ধারণা করা হচ্ছে। সেই চিন্তা থেকেই আকিলকে দলে যুক্ত করা হয়েছে। বিসিবির এক কর্মকর্তার বরাতে ক্রিকবাজ জানিয়েছে, আজ রাতেই ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
টি-টোয়েন্টি দলে নিয়মিত মুখ হলেও ২০২৩ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে সর্বশেষ ওয়ানডে খেলেছেন আকিল। এখন পর্যন্ত ৩৮ ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ৫৭, ইকোনমি রেট ৪ দশমিক ৮৪।
আকিল ও সিমন্ডসের জায়গা দিতে স্কোয়াড থেকে দুই পেসার জেডিয়া ব্লেডস ও শামার জোসেফ বাদ পড়েছেন। তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে।
এর আগে, বাংলাদেশ দলও স্কোয়াডে একটি পরিবর্তন এনেছে। স্পিন আক্রমণ আরও জোরদার করতে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে দলে ফেরানো হয়েছে। এখন পর্যন্ত ১৮ ওয়ানডেতে ১৬ উইকেট নাসুমের, ইকোনমি রেট সাড়ে ৪-এর নিচে। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে ওয়ানডে খেলেছেন নাসুম।