ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন মাহিদুল

মাহিদুল ইসলাম অঙ্কন
মাহিদুল ইসলাম অঙ্কন  © ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম ও নাহিদ রানা৷ তাঁদের জায়গায় এসেছেন সৌম্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কন। উইকেটকিপার ব্যাটসম্যান মাহিদুল প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন। এর আগে বাংলাদেশের হয়ে তিনি একটি টেস্ট খেলেছেন।

আগামী ১৮, ২১ ও ২৩ অক্টোবর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন এই সিরিজের সবগুলো ম্যাচই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো বেলা দেড়টা থেকে শুরু হবে।

ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে পাড়ি জমাবে দল দুটি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) ২৭, ২৯ ও ৩১ অক্টোবর হবে তিনটি টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচই সন্ধ্যা ৬টায় গড়াবে।

বাংলাদেশের ওয়ানডে দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক) , তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও হাসান মাহমুদ।


সর্বশেষ সংবাদ